দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃকমবেশি সব মেয়েদেরই পছন্দের লিপস্টিক। ছোট্ট একটা টিপের সঙ্গে ঠোঁটে পছন্দের রঙের লিপস্টিক লাগিয়ে নিলেই যেন সাজ সম্পূর্ণ। হালফিলে, চাহিদা বেড়েছে স্মাজপ্রুফ ম্যাট লিপস্টিকের। কিন্তু বেশি সময় ঠোঁটে রং ধরে রাখতে কোন বিপদ ডেকে আনছেন জানেন?
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বার্কলে স্কুল অফ পাবলিক হেলথের একটি সমীক্ষায় দেখা গেছে যে বর্তমানের বেশিরভাগ লিপগ্লস এবং লিপস্টিকগুলিতে ক্রোমিয়াম, সীসা, অ্যালুমিনিয়াম, ক্যাডমিয়াম এবং অন্যান্য বিভিন্ন বিষাক্ত উপাদানের ক্ষতিকারক মাত্রা রয়েছে। লিপস্টিক সংরক্ষণের জন্য ব্যবহৃত রাসায়নিকগুলি কাশি, চোখের জ্বালা, শ্বাসকষ্ট এবং অন্যান্য অ্যালার্জির মতো বিভিন্ন স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করে। চরম ক্ষেত্রে, ক্যান্সার ও হতে পারে।
এছাড়াও অতিরিক্ত লিপস্টিক ব্যবহারে অ্যালার্জি, ঠোঁটের চামড়া কালো হয়ে যাওয়া, ডরাই হয়ে যাওয়ার মতো একাধিক সমস্যা দেখা দিতে পারে।