Breaking News
 
Malaika-Arjun: পুরনো প্রেম কি তবে নতুন মোড় নিল? অর্জুনকে নিয়ে মালাইকার বিস্ফোরক স্বীকারোক্তি—ফের কাছাকাছি আসার গুঞ্জন তুঙ্গে Veer Pahariya:নূপুরের প্রীতিভোজে শুধুই বীরের দেখা! কৃতি-কবীবের জোড়া অনুপস্থিতিতে উসকে দিল বিচ্ছেদের জল্পনা—তবে কি সব শেষ? Celina Jaitly Reveals Husband Peter Haag : সংসারের ইতি কি উপহারের টোপ দিয়ে? সেলিনা জেটলির চোখের জলে ভিজল অ্যানিভার্সারি—বিচ্ছেদের খবরে তোলপাড় নেটপাড়া Nora Fatehi Rumoured Boyfriend Achraf hakimi : মাঠের হিরো না কি বিতর্কিত নায়ক? নোরার হৃদয়ে জায়গা করে নেওয়া হাকিমির বিরুদ্ধে পুলিশের খাতায় কোন গুরুতর অভিযোগ? Dev:ভোটার তালিকা নিয়ে কমিশনের মুখোমুখি দেব! ‘সাধারণ মানুষের যাতে কষ্ট না হয়’, মানবিক হওয়ার বার্তা তৃণমূল সাংসদের Mohammad Rizwan:মাঠে না কি সার্কাস? রিজওয়ান-হাসানের পারফরম্যান্সে বিরক্ত ক্রিকেট বিশ্ব, সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানি ভক্তদের তোপের মুখে দুই তারকা

 

Life Style News

3 months ago

Dirty Switchboard: সুইচবোর্ডে জমেছে ময়লা? দিওয়ালির আগে এই কৌশলে পরিষ্কার করুন সহজেই!

Dirty Switchboard
Dirty Switchboard

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ঘরের প্রতিটি কোণ ঝকঝকে রাখলেও অনেক সময়ই অবহেলায় পড়ে থাকে সুইচবোর্ড। দাগ বা ছোপ পড়লেও তা পরিষ্কার করার কথা মাথায় আসে না। অথচ এই ছোট্ট জায়গাটিই আপনার গোটা ঘরের সৌন্দর্যে কালো দাগ ফেলতে পারে। দীপাবলির আগে তাই নজর দিন সুইচবোর্ডের পরিচ্ছন্নতায়। সহজ আর নিরাপদ উপায়েই করুন পরিষ্কার—জেনে নিন কার্যকর টিপস।

১। বাড়িতে হাতের কাছে থাকা নিত্যদিনের ব্যবহারের জিনিসপত্র দিয়ে সুইচবোর্ড পরিষ্কার করা সম্ভব। ঠিক যেমন টুথপেস্ট। একটি পুরনো ব্রাশে টুথপেস্ট নিন। ভালো করে সুইচবোর্ডে লাগান। শুকনো কাপড় দিয়ে হালকা হাতে ঘষে ফেলুন। মাত্র কয়েক সেকেন্ডে এই পদ্ধতিতে ঝলমল করতে পারে আপনার বাড়ির সুইচবোর্ড।

২। কোনও দাগ তোলার জন্য লেবু এবং নুনের যেন কোনও বিকল্প নেই। প্রথমে লেবু টুকরো করে কেটে নিন। তাতে সামান্য নুন দিন। এবার ওই লেবু সুইচবোর্ড ঘষে নিন। কিছুক্ষণ রেখে শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন। নিমেষেই দাগ গায়েব।

৩। টুথপেস্ট কিংবা লেবু-নুন দিয়ে দাগ না উঠলে নেলপলিশ রিমুভার ব্যবহার করে দেখতে পারেন। দাগ উঠে একেবারে সাদা ঝকঝকে হয়ে যাবে সুইচবোর্ড, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

∆ সুইচবোর্ড পরিষ্কারের আগে এই কথাগুলি অবশ্যই মনে রাখতে হবে:

* ভেজা অবস্থায় কখনও সুইচবোর্ডে হাত দেবেন না।

* সুইচবোর্ড পরিষ্কারের আগে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করুন।

* ভিজে কাপড় দিয়ে সুইচবোর্ড পরিষ্কার করবেন না।

* কোনও তরল পদার্থ সরাসরি স্প্রে করে সুইচবোর্ড পরিষ্কার করবেন না।

* সুইচবোর্ড পুরোপুরি শুকনোর আগে বিদ্যুৎ সংযোগ করবেন না।

* পোড়া গন্ধ কিংবা বিদ্যুৎ সংযোগে কোনও সমস্যা হলে অবশ্যই কোনও বিশেষজ্ঞের পরামর্শ নিন।

You might also like!