Breaking News
 
AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর! Kolkata Security Breach: ভুয়ো আধার হাতে কলকাতায় বছরভর বাস, ফোর্ট উইলিয়ামে সন্দেহজনক ঘোরাফেরা, পাকড়াও বাংলাদেশি অনুপ্রবেশকারী! Mamata Banerjee-Omar Abdullah: বঙ্গসফরে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, মমতার সঙ্গে বৈঠকে রাজনৈতিক বার্তা!

 

Life Style News

8 months ago

Dental Careঘরোয়া টোটকাতেই হবে দাঁতের যন্ত্রণা থেকে মুক্তি! কিভাবে পাবেন?

Teeth
Teeth

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  দাঁত আমাদের অপরিহার্য অঙ্গ, অথচ আমরা অনেকেই দাঁতকে অবহেলা করি। তাই বলা হয় 'দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না।' সে যাইহোক দাঁতের যত্ন নেওয়া আমাদের অবশ্যই কর্তব্য। দাঁতে যন্ত্রণা কখন শুরু হবে, কখন থামবে, তার কোনও ঠিক নেই৷ আচমকা শুরু হওয়া দন্তশূলে নিমেষে তছনছ হয়ে যেতে পারে মুহূর্তসুখ৷ চিকিৎসকের কাছে যেতে না পারলে হাতের কাছে কিছু ঘরোয়া টোটকায় ব্যথা কমান৷ সাধারণত দিনের তুলনায় রাতে বেশি হয় দাঁতের যন্ত্রণা৷ দাঁতের এনামেল ক্ষয়ে গিয়ে ভিতরের ডেন্টিন বা পাল্প যখন উন্মুক্ত হয়ে পড়ে, তখন তীব্র হয় ব্যথা৷ দাঁতে ক্যারিস বা ক্ষয় থেকে হয় ক্যাভিটি৷ যাকে চলতি কথায় ‘দাঁতের পোকা বলি আমরা৷

 এই জাতীয় দাঁতের ব্যথায় কিছু ঘরোয়া টোটকা ব্যবহারে দারুন কাজ দেয়। যেমন -

১) নুন জলে কুলি - ঈষদুষ্ণ জলে নুন মিশিয়ে কুলি করুন৷ দাঁতের ব্যথা কমিয়ে দিয়ে আরাম পাবেন এতে৷ মুখের ব্যাকটিরিয়া কমিয়ে দিতেও সাহায্য করে নুন জল৷

২) লবঙ্গ তেল - লবঙ্গতেল দাঁত ব্যথা কমাতে অব্যর্থ৷ লবঙ্গের ঝাঁঝ দ্রুত অবশ করে দেয় ব্যথার জায়গাটিকে৷ ওষুধের দোকান থেকে লবঙ্গতেল বা ক্লোভ অয়েল কিনে তুলো দিয়ে লাগান ক্যাভিটিতে৷ গোটা লবঙ্গও দিতে পারেন৷

৩) কর্পূর- কর্পূরও ব্যবহার করতে পারেন দাঁতের যন্ত্রণা কমাতে৷ উদ্বায়ী হলেও কর্পূর যন্ত্রণানাশক৷

৪) রসুন - রসুনের কোয়া থেতো করে লাগিয়ে রাখুন যন্ত্রণাবিদ্ধ দাঁতে৷ আরাম পাবেন৷

৫) পেয়ারা পাতা - পেয়ারা পাতা থেতো করে লাগিয়ে দিন ক্ষতস্থানে৷ বা পেয়ারা পাতা জলে ফুটিয়ে সেই মিশ্রণ দিয়ে কুলকুচি করুন৷

You might also like!