দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ‘সই গো বসন্ত বাতাসে’, মার্চ মানেই রঙের মাস। এই বছর হোলি পড়েছে ২৫ মার্চ। হোলি খেলবেন আর রং মাখবেন না তা কি হয়? কিন্তু বাজার চলতি রঙে আবার বারোটা বাজতে পারে আপনার ত্বক এবং চুলের। তাই হোলির আগে বাড়িতেই বানাতে পারেন ভেষজ রঙ।
হলদে: হলুদ একটি সাধারণ মশলা যা একটি প্রাণবন্ত হলুদ রঙ তৈরি করতে ব্যবহার করা যেতে পারে। ময়দা বা বেসনের সঙ্গে হলুদের গুঁড়ো মিশিয়ে তৈরি করে নিন এবারের হলদে আবীর।
লালচে: বিটরুটের টকটকে লাল রঙ কিন্তু দারুণ উজ্জ্বল। সেক্ষেত্রে, তাজা বিটের রস করে ছেঁকে নিন ,এবার এতে বেশ খানিকটা গরম জল মিশিয়ে বেলুনে ভরে ছুঁড়ে বলুন ‘হোলি হ্যাঁয়’
খয়েরি : একটি প্রাকৃতিক বাদামী রঙ তৈরি করতে ব্যবহার করা যেতে পারে মেহেন্দি পাউডার। রঙও ধরবে, আবার ক্ষতিও নেই।
কমলা: গাঁদার পাপড়ির কমলা রং এবার যোগ হোক হোলিতে। সেক্ষত্রে পাপড়ির রঙ ছেঁকে শুকিয়ে নিন রোদে, তারপর গুঁড়ো করে নিন। তৈরি অরেঞ্জ আবীর।