দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: পুজোর দিনগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত ঠাকুর দেখা, রোদে ঘোরাঘুরি, আর পোশাকের সঙ্গে মানানসই কেশসজ্জা—সব মিলিয়ে চুলের অবস্থা হয়ে ওঠে বেহাল। প্রসাধনীর অতিরিক্ত ব্যবহার আরও বাড়ায় রুক্ষতা ও নির্জীব ভাব। তবে এ জন্য সালোঁয় ছুটে যাওয়ার কোনও দরকার নেই। বাড়িতেই কয়েকটি সহজ উপায়ে ফেরানো যায় চুলের পুরনো মসৃণতা আর স্বাভাবিক জেল্লা।
রুক্ষ চুল নরম হবে কী উপায়ে?
• দইয়ের প্যাক: এক কাপ দইয়ের সাথে ৫ চামচ মেথি গুঁড়ো এবং ১ চামচ লেবুর রস মিশিয়ে প্যাক তৈরি করে চুলে লাগিয়ে ৪০ মিনিট পর ধুয়ে ফেলুন।
দই, ডিম এবং অলিভ অয়েল বা আমন্ড অয়েল মিশিয়ে প্যাক তৈরি করে চুলে লাগিয়ে ৪০-৪৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এতেও চুল নরম ও জেল্লাদার হয়ে উঠবে।
• বাড়িতে বানানো তেল: বাড়িতেই নারকেল তেল, অলিভ অয়েল, অ্যাভোক্যাডো এবং রোজমেরি দিয়ে একটি মাথার তেল তৈরি করুন। শ্যাম্পু করার আগে এই তেল দিয়ে মাসাজ করুন তালুতে। এতে প্রাকৃতিক ভাবে চুলে আর্দ্রতা বজায় থাকবে। চুলও নরম হবে।
• অ্যালো ভেরা ও ডিম: একটি পাত্রে ডিমের কুসুম ও দু’চামচ অ্যালো ভেরা ও তার সঙ্গে এক চামচ অলিভ অয়েল নিয়ে ভাল করে মিশিয়ে নিন। প্যাকটি চুলে মেখে আধ ঘণ্টা পর চুল ভাল করে ধুয়ে শ্যাম্পু করে নিন। চুলের স্বাভাবিক বৃদ্ধি ও চুল পড়া রোধ করতে এই প্যাক বিশেষ কার্যকর।
• মধু এবং অলিভ অয়েল: চুলের গোড়া ফেটে গেলে এবং চুল পড়া বেড়ে গেলে এই প্যাক খুব সাহায্য করে। দু’চামচ অলিভ অয়েলের সঙ্গে এক চামচ মধু মিশিয়ে নিন। বেশ ভাল ভাবে ফেটিয়ে নেবেন মিশ্রণটি। তার পর মাথায় মেখে আধ ঘণ্টা রেখে দিন। শ্যাম্পু করার পরেই বুঝতে পারবেন আগের চেয়ে কোমল হয়েছে চুল। সপ্তাহে তিন বার করে এই প্যাক ব্যবহার করুন।
• নারকেলের দুধ: রাসায়নিক ব্যবহার না করে চুল নরম ও মসৃণ রাখতে নারকেলের দুধ ব্যবহার করতে পারেন। এতে ফ্যাটি অ্যাসিড ছাড়াও থাকে নানা রকম ভিটামিন ও খনিজ, প্রোটিন। নারকেলের দুধ শুধু চুলকে আর্দ্রতা জোগায় না, চুলের বাড়-বৃদ্ধিতেও সাহায্য করে। সপ্তাহে অন্তত এক দিন নারকেলের দুধ দিয়ে চুলের পরিচর্যা করলে চুল ঘন ও লম্বা হবে।