দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- কথায় আছে, মাছে ভাতে বাঙালি। ইলিশ, চিংড়ি থেকে রুই, কাতলা- সবই বাঙালি কাছে অতি প্রিয়। তবে বর্তমানে এই মাছের মূল্য বৃদ্ধিতে হতাশ আপামর বঙ্গবাসী। এই পরিস্থিতিতে বাঙালির কাছে খুশির বার্তা দিল ৬টি মাছ বাজার।
মানিকতলা বাজারঃ- শিয়ালদা থেকে শ্যামবাজারের দিকে এগোলে যে বিবেকানন্দ রোডের ক্রসিং রয়েছে সেখানেই রয়েছে কলকাতার অন্যতম মাছ বাজার মানিকতলা মাছ বাজার। এখানেই মোটামুটি ভোর সাড়ে পাঁচটা থেকেই মাছ বিক্রি করতে বসে যান বিক্রেতারা। এই বাজারে মাছ এখন অনেক সস্তা।
গড়িয়াহাটের মাছ বাজারঃ- গড়িয়াহাট এমন একটি জায়গা যেখানে সমস্ত কিছু পাওয়া যায়। আর সেই সমস্ত কিছুর মধ্যেই অন্যতম জনপ্রিয় হলো এখানকার মাছ বাজারও।
লেক মার্কেটঃ- এখানে লেক-মলের তলায় যে মাছ বাজার রয়েছে সেখানে সকাল সন্ধ্যা সবসময়ই প্রচুর পরিমাণে মানুষের ভিড় দেখা যায়।
পাতিপুকুর মাছ বাজারঃ- খুচরো বিক্রেতারা পাইকারি রেটে প্রচুর মাছ কিনে থাকেন। এখানে ভোর থেকেই মাছ বিক্রি শুরু হয় এবং মাছ বিক্রি এতটাই বেশি থাকে যে একটু বেলা হলেই আর সেই ভাবে মাছের দেখা পাওয়া যায় না। তবে সস্তায় মেলে মাছ।
জগুবাবুর মাছ বাজারঃ- ভবানীপুরের আশুতোষ মুখোপাধ্যায় রোডের কাছেই বিশাল জায়গা জুড়ে রয়েছে যদুবাবুর মাছ বাজার। এখানে সস্তা থেকে দামি সব ধরনের টাটকা মাছ পাওয়া যায়।
নিউমার্কেট মাছ বাজারঃ- এই মাছ বাজারটি বেশ বড় এবং এখানে প্রতিদিনই মাছ বিক্রেতা থেকে শুরু করে ক্রেতাদের ভিড় থাকে চোখে পড়ার মতো।