দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কোনও খাবারই খুব বেশি খেয়ে ফেললে তার খারাপ দিক থাকে। আর টমাটো এমনই একটি সবজি, যা কাঁচাও খাওয়া হয়ে থাকে অনেক সময়, আবার কিছু পদের রান্নায় এর অনুপস্থিতি ভাবাই যায় না! তবে অতিরিক্ত টমেটো খাওয়া বহু ধরনের বিপদ ডেকে আনতে পারে।
শরীরের নানান সমস্যা তাড়াতে টমেটো খাওয়া খুবই উপকারি। কোষ্ঠকাঠিন্য থেকে শুরু করে একাধিক সমস্যার সমাধানে টমেটোর গুণ বহু। তবে অতিরিক্ত টমেটো খেলে শরীরে বড়সড় জটিলতাও তৈরি হতে পারে। দেখে নেওয়া যাক, টমাটোর অপকারি দিকগুলি।
অ্যাসিড রিফ্লাক্স- বেশি টমেটো খেলে অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা হয়। বেশি টমেটো খাওয়ার ফলে শরীরে বাড়তি গ্যাস্ট্রিক অ্যাসিড তৈরি হয়ে বুকজ্বালার মতো সমস্যা তৈরি হয়। হজমের সমস্যা যদি আগে থেকেই থাকে, তাহলে টমেটো খাওয়ার ক্ষেত্রে সাবধান হোন।