দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বহু বাচ্চাই প্রতিদিন লজেন্স খায়। আর সেই কারণেই তাদের একাধিক রোগের ফাঁদে পড়ার আশঙ্কা বাড়ে। তাই আর সময় নষ্ট না করে এই বদভ্যাসের কয়েকটি ক্ষতিকর দিক সম্পর্কে দ্রুত জেনে নিন। আর তারপর ঝটপট এই সমস্যা সমাধানের চেষ্টা লেগে পড়ুন। এই কাজটা করলেই কিন্তু খেলা ঘুরে যাবে। নইলে সমস্যার শেষ থাকবে না।
কমতে পারে ইমিউনিটি
ইমিউনিটি একাধিক অসুখের হাত থেকে শরিরকে রক্ষা করে। জ্বর, সর্দি, কাশির মত একাধিক সমস্যা থেকে সন্তানকে বাঁচাতে চাইলে ইমিউনিটিকে চাঙ্গা রাখতে হবে। তবে মুশকিল হল, ছোট্ট সোনা নিয়মিত লজেন্স খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার বদলে দুর্বল হওয়ার আশঙ্কাই বাড়বে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তাই তাদেরকে রোজ এইসব মিষ্টি খাবার খেতে দেবেন না।