দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: প্রকৃতি পলাশ ফুলের সাজে সুসজ্জিত। ক্যালেন্ডার বলছে, বসন্ত এসে গেছে। আর এই রঙের উৎসবে আট থেকে আশি সকলেই মাতোয়ারা। হোলি উপলক্ষে বাজারেও থরে থরে সাজানো রয়েছে রঙ বেরঙের আবির। ইতিমধ্যে অনেকেই বসন্তের রঙে রঙিন হয়ে ওঠা শুরু করে দিয়েছেন। ফলস্বরূপ, পোশাক,জুতো সবেরই যাচ্ছে তাই দশা। কিন্তু কীভাবে পরিস্কার করবেন? আজকের প্রতিবেদনে রইল ঘরোয়া টিপস!
১) অর্ধেক বালতি জলে ১:১ অনুপাতে ভিনিগার দিন। তাতে কমপক্ষে ৩০ মিনিট রংয়ে ভরা পোশাক ডুবিয়ে রাখুন।
২) ভিনিগার বাড়িতে না থাকলে লেবুর রস কাজে লাগাতে পারেন। সরাসরি লেবুর জল জামাকাপড়ে লেগে থাকা রংয়ের উপর দিন। তা হালকা হাতে ধুয়ে ফেলুন।
৩) বেকিং সোডা এবং জল দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। তা জামাকাপড়ে লেগে থাকা রঙের উপর দিন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন।
∆ জুতো থেকে কীভাবে রং পরিষ্কার করবেন?
১) জুতোয় জল দেবেন না। শুকনো কাপড়ে দিয়ে ভালো করে ঘষে ফেলুন।
২) যদি শুকনো কাপড়ে কাজ না হয় তবে সাবান এবং জল ব্যবহার করতে পারেন। তবে তা যেন পরিমাণে অল্প হয়।
৩) টুথপেস্ট দিয়ে জুতোয় লেগে থাকা রং তুলতে পারেন।
৪) জুতো থেকে রং তুলতে কড়া রোদে কিছুক্ষণ রেখে দিতে পারেন। তাতে রং হালকা হয়ে যেতে পারে।