দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- সারাদিনের পরিশ্রম, কাজের
চাপ সহ নানা আনুসাংগিক ঝামেলার পর শোয়ার ঘরে মেলে একটু শান্তি। তবে সেই ঘরের রঙই যদি
খারাপ হয়, তাহলে মেজাজ খিটখিটে হবেই। মনোবিদদের মতে, রঙের ওপর মানুষের মনের স্থিততা
নির্ভর করে। তাই শোয়ার ঘরে অবশ্যই হালকা রং করাই শ্রেয়।
মনোবিদদের মতে, আকাশি নীল রং বেডরুমের জন্য বেশ ভাল। হালকা
নীলে এমন মাধুর্য আছে যা মন ভাল করে দিতে। তাছাড়াও হালকা হলুদ রং মনের মধ্যে এক
আলাদা আনন্দ তৈরি করে, ফলে ঘুম খুব ভালো হয়। এছাড়াও, পিচ
রং ঘরের সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। চোখ ও মনের জন্যও এই রং খুবই আরামদায়ক।