Breaking News
 
Supreme Court: বিডিও-র জালে এবার আইন! স্বর্ণকার খুনের ঘটনায় মিলল না আগাম জামিন, আত্মসমর্পণের কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের SSC: এসএসসিতে বয়সের ছাড়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের; বিপাকে হাজার হাজার চাকরিপ্রার্থী Prime Minister Narendra Modi :সিঙ্গুরে মোদী-ম্যাজিক কি ফিকে? শিল্পের দিশা না পেয়ে মাঝপথেই সভা ছাড়লেন সমর্থকরা—অস্বস্তির মুখে রাজ্য বিজেপি নেতৃত্ব Abhishek Banerjee: ‘বাংলা নয়, সময় হয়েছে আপনাদের পাল্টানোর!’ সিঙ্গুরের মঞ্চ থেকে মোদীর আক্রমণের জবাবে হুঙ্কার দিলেন অভিষেক Abhishek Banerjee:চাপড়ার জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ! অভিষেকের বড় দাবি— ‘বাংলা বিরোধী বিজেপিকে হারিয়ে মোদীকে দিয়েও বলিয়ে ছাড়ব জয় বাংলা’ Iran protests: ইরান থেকে দেশে ফিরলেন ভারতীয়রা, আত্মীয়কে জড়িয়ে কান্না

 

Life Style News

1 year ago

Liquor Price Rate: সুরাপ্রেমিদের জন্য দুঃসংবাদ,পুজোর মুখেই বাড়ছে মদের দাম! একনজরে জেনে নিন নতুন দাম!

Liquor New Price
Liquor New Price

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- সামনেই দুর্গাপুজো, আর হাতে গোনা মাত্র ৬০ দিনের অপেক্ষা। এই পুজোর মুখেই প্রকাশ্যে এল মদের দাম বৃদ্ধির খবর, যা শুনে রীতিমতো চিন্তার ভাঁজ সুরাপ্রেমিদের কপালে। শোনা যাচ্ছে, প্রতি বোতল পিচ্ছু ৫ টাকা করে বৃদ্ধি পাবে মদের দাম। তবে পুজোর নয়, ১৫ আগস্টের আগেই এই নিয়ম কার্যকর হবে বলেই সূত্রের খবর।

কত হবে মদের দাম?

সূত্র মারফত জানা গিয়েছে, এখন যে JD- ৫০০ মিলি লিটারের বোতল বিক্রি হয় ১৫৫ টাকায়, তা বেড়ে হতে পারে ১৬০ টাকা। অন্যদিকে JOY এর ৬০০ মিলি লিটারের বোতলের দাম ১৫৫ টাকা। ৫০০ এমএল এর দাম ১৩০ টাকা। এগুলিরও দাম বাড়তে চলেছে। পাশাপাশি বিদেশি মদের ক্ষেত্রে উইস্কি থেকে রাম, ভোদকা, সব ক্ষেত্রেই ৩ থেকে ৭ শতাংশ পর্যন্ত বাড়তে পারে দাম বাড়তে পারে বলে জানা যাচ্ছে। 

এছাড়াও সূত্র মারফত জানা গিয়েছে, বিদেশি মদের ক্ষেত্রে ৭৫০ মিলি লিটারের এক একটি বোতলের দাম ৩০ টাকা পর্যন্ত বাড়তে পারে। অন্যদিকে ৩৭৫ মিলি লিটারের বোতলের দাম বাড়তে পারে ২০ টাকা করে। সেই সঙ্গে ১৮০ এমএল এর বোতলের দাম বড়তে পারে ১০ টাকা করে। এদিকে দাম বৃদ্ধির খবর সামনে আসতেই একদিকে বিক্রেতারা যেমন পুরনো দামে স্টক বাড়াচ্ছেন তেমনই গত কয়েকদিনে সুরাপ্রেমীদেরও ভিড় বাড়ছে দোকানে দোকানে।

You might also like!