Life Style News

23 hours ago

Eggs: কোন বয়সে, কটা ডিম খাবেন? জেনে নিন নির্দিষ্ট নিয়ম!

Egg
Egg

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: খাদ্যতালিকার অন্যতম পুষ্টিযুক্ত উপাদান ডিম। এটি মানবদেহে পুষ্টি জোগানোর অন্যতম উৎস। এটি প্রোটিন, ভিটামিন, মিনারেল এবং ভালো কোলেস্টেরলের  সমৃদ্ধ একটি খাদ্য উপাদান। তবে দিনে কতটা ডিম খাবেন, কতটা পরিমাণ ডিম শরীরের জন্য প্রয়োজনীয় এগুলি জানা ভীষণ গুরুত্বপূর্ণ। 

* ডিম খাওয়ার সাধারণ নিয়ম: বিশেষজ্ঞরা মনে করেন, একজন সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তি প্রতিদিন ১-২টি ডিম খেতে পারেন। এটি শরীরের প্রোটিনের চাহিদা পূরণ করে এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। তবে যাঁদের কোলেস্টেরলের সমস্যা বা হৃদরোগের ঝুঁকি রয়েছে, তাঁদের জন্য ডিমের কুসুম পরিমাণমতো খাওয়ার পরামর্শ দেওয়া হয়।

* বয়স অনুযায়ী কতটা ডিম খাবেন, তা জেনে নিন-

১. শিশুদের জন্য (১-৮ বছর): বাচ্চাদের বয়স অনুযায়ী ডিম খাওয়ার পরিমাণ নির্ভর করে। সাধারণত ১-৮ বছর বয়সী শিশুদের জন্য দিনে ১টি ডিম যথেষ্ট। ডিম শিশুদের মস্তিষ্কের বিকাশ ও হাড় মজবুত করতে সাহায্য করে। 

২) কিশোর ও তরুণদের জন্য (৯-১৮ বছর): এই বয়সে শরীরের দ্রুত বৃদ্ধি ঘটে। তাই দিনে ২-৩টি ডিম খাওয়া যেতে পারে। ডিমের প্রোটিন ও অন্যান্য পুষ্টিগুণ শরীরের শক্তি বজায় রাখতে সাহায্য করে।

৩) প্রাপ্তবয়স্কদের জন্য (১৮-৬০ বছর): সাধারণত প্রাপ্তবয়স্করা দিনে ১-২টি ডিম খেতে পারেন। যাঁরা শরীরচর্চা করেন বা শারীরিক পরিশ্রম বেশি করেন, তাঁদের জন্য দিনে ৩টি ডিমও উপকারী হতে পারে।

৪) বয়স্কদের জন্য (৬০ বছর বা তার বেশি): বয়স্কদের ক্ষেত্রে ডিম খাওয়ার পরিমাণ নির্ধারণে সতর্ক থাকা উচিত। দিনে ১টি ডিম খাওয়া নিরাপদ। কোলেস্টেরল বা অন্যান্য স্বাস্থ্যগত সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। 

ডিম খাওয়ার সময় কী মাথায় রাখা উচিত?

১) সিদ্ধ ডিম খাওয়া সবচেয়ে স্বাস্থ্যকর। এতে অতিরিক্ত তেল বা মশলা যোগ হয় না।

২) কাঁচা ডিম খাওয়ার অভ্যাস এড়িয়ে চলুন, কারণ কারণ এতে সালমোনেলা জীবাণুর ঝুঁকি থাকে।

৩) প্রতিদিন ডিমের পাশাপাশি সবজি ও শস্যজাতীয় খাবার খাওয়ার দিকে মনোযোগ দিন।

You might also like!