Breaking News
 
Malaika-Arjun: পুরনো প্রেম কি তবে নতুন মোড় নিল? অর্জুনকে নিয়ে মালাইকার বিস্ফোরক স্বীকারোক্তি—ফের কাছাকাছি আসার গুঞ্জন তুঙ্গে Veer Pahariya:নূপুরের প্রীতিভোজে শুধুই বীরের দেখা! কৃতি-কবীবের জোড়া অনুপস্থিতিতে উসকে দিল বিচ্ছেদের জল্পনা—তবে কি সব শেষ? Celina Jaitly Reveals Husband Peter Haag : সংসারের ইতি কি উপহারের টোপ দিয়ে? সেলিনা জেটলির চোখের জলে ভিজল অ্যানিভার্সারি—বিচ্ছেদের খবরে তোলপাড় নেটপাড়া Nora Fatehi Rumoured Boyfriend Achraf hakimi : মাঠের হিরো না কি বিতর্কিত নায়ক? নোরার হৃদয়ে জায়গা করে নেওয়া হাকিমির বিরুদ্ধে পুলিশের খাতায় কোন গুরুতর অভিযোগ? Dev:ভোটার তালিকা নিয়ে কমিশনের মুখোমুখি দেব! ‘সাধারণ মানুষের যাতে কষ্ট না হয়’, মানবিক হওয়ার বার্তা তৃণমূল সাংসদের Mohammad Rizwan:মাঠে না কি সার্কাস? রিজওয়ান-হাসানের পারফরম্যান্সে বিরক্ত ক্রিকেট বিশ্ব, সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানি ভক্তদের তোপের মুখে দুই তারকা

 

Life Style News

5 months ago

Depression signs:প্রতিদিনের অভ্যাসেই লুকিয়ে মানসিক অবসাদের ইঙ্গিত? জেনে নিন ৫টি সতর্কবার্তা

depression warning signs
depression warning signs

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :অবসাদে ভুগলেও অনেক সময় মানুষ তা বুঝে উঠতে পারেন না। কেউ কেউ মনে করেন, তাঁদের কখনও অবসাদ হবে না — মনের শক্তিতে তাঁরা ভরসা রাখেন। কিন্তু বাস্তবতা হল, জীবনের যেকোনও পর্যায়ে যে কোনও মানুষ অবসাদের শিকার হতে পারেন। আর সময়মতো চিকিৎসা না হলে, এই অবসাদ ধীরে ধীরে শরীর ও মনে গভীর প্রভাব ফেলতে পারে। তবে কিছু সাধারণ লক্ষণ যদি আমরা আগে থেকে চিনতে পারি, তা হলে অবসাদের উপস্থিতি আগেভাগেই শনাক্ত করা সম্ভব।

১) ব্যথা: অবসাদের সঙ্গে শারীরিক ব্যথা বা বেদনার যোগসূত্র রয়েছে। ২০২৪ সালে ‘পেন’ জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রে দাবি করা হয়েছে, ব্যক্তি অবসাদে আক্রান্ত হলে তখন তিনি আরও গভীর ভাবে ব্যথা অনুভব করতে পারেন। ওই গবেষণায় অংশগ্রহণকারীদের মধ্যে ৫৬ শতাংশ আবসাদে আক্রান্ত ব্যক্তি জানিয়েছেন, তাঁরা তীব্র ব্যথা-বেদনা অনুভব করেছেন। কিন্তু যাঁদের অবসাদ ছিল না, তাঁদের মধ্যে মাত্র ১৭ শতাংশ তীব্র ব্যথা অনুভব করেন।

২) ওজন বৃদ্ধি: দেহের ওজনের সঙ্গে কোনও কোনও ক্ষেত্রে অবসাদের যোগসূত্র থাকতে পারে। ব্যক্তি অবসাদে আক্রান্ত হলে তাঁর শারীরিক ওজন বৃদ্ধি পেতে পারে। আবার একই ভাবে ওজন বৃদ্ধি পেলেও কেউ কেউ অবসাদে আক্রান্ত হতে পারেন। তাই দেহের ওজনকে সব সময়ে নিয়ন্ত্রণে রাখা উচিত।

৩) ক্রোধ: মনের মধ্যে নেতিবাচক চিন্তা, উৎকণ্ঠা বাড়লে অনেক সময়ে তার বহিঃপ্রকাশ রাগের মাধ্যমে হতে পারে। তাই কেউ যদি হঠাৎ করে ঘন ঘন রেগে যান, তা হলে সতর্ক হওয়া উচিত। মন ভাল আছে কি না, নিজেকে প্রশ্ন করা উচিত। আবার অনেক সময়ে ঘন ঘন মুড সুইং হলেও বুঝতে হবে, ব্যক্তি অবসাদে আক্রান্ত হয়েছেন।

৪) মদ্যপান: মদ্যপান অনেকে অভ্যাসবশত করেন। কারণ, দৈনিক ক্লান্তি এবং উদ্বেগ থেকে স্নায়ুকে শিথিল করে সুরা। কিন্তু মাত্রাতিরিক্ত মদ্যপান অবসাদে গড়াতে পারে। ব্যক্তি অবসাদে আক্রান্ত হলে সাধারণত তিনি বেশি মদ্যপান করে থাকেন। এ রকম পরিস্থিতিতে সতর্ক হওয়া উচিত।

৫) সমাজমাধ্যম: ২০২৩ সালে ‘সায়েন্স ডিরেক্ট’ জার্নালে প্রকাশিত একটি সমীক্ষায় দাবি করা হয়েছে, যাঁরা অবসাদে আক্রান্ত, তাঁরা বেশি করে ইন্টারনেটে আসক্ত হয়ে পড়েন। তার মধ্যে অন্যতম সমাজমাধ্যম। তাই অত্যধিক সমাজমাধ্যম ব্যবহার করা অবসাদের লক্ষণ হতে পারে। বিশেষ করে সমাজমাধ্যমে অন্যের সাফল্য বা জীবনযাত্রা মনের মধ্যে হতাশা তৈরি করতে পারে, যা পরোক্ষে অবসাদের দিকে গড়িয়ে যায়।



You might also like!