কলকাতা, ১৩ ফেব্রুয়ারি : সন্দেশখালি-কাণ্ডে পুলিশ কেন নিজে থেকে মামলা করছে না? এই প্রশ্ন তুললেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
মঙ্গলবার তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, “দু’জন সিনিয়র পুলিশ অফিসারকে দেখা গেল টিভিতে বলছেন, কেউ লিখিতভাবে ধর্ষণের অভিযোগ করলে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে। এটা কি তামাশা না ন্যাকামি ? এঁরা কি জানেন না, যখন এই নারীরা পুলিশের কাছে নালিশ করতে গিয়েছিলেন তখন পুলিশ বলেছিল, আমরা কিছু করতে পারব না, যাও শিবু হাজরার কাছে যাও ! কেন পুলিশ স্বতঃপ্রণোদিত কগনিজেন্স করে মামলা দিচ্ছে না?”