Breaking News
 
Tanya Mittal :প্রেমানন্দ মহারাজের দর্শন সেরেই বিয়ের ঘোষণা! কে হতে চলেছেন তান্যা মিত্তলের জীবনসঙ্গী? Mamata Banerjee:গঙ্গাসাগর মেলার প্রস্তুতি তুঙ্গে! মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই কি বদলেছে ব্যবস্থা? ৫ জানুয়ারি সরেজমিনে তদন্তে যাচ্ছেন মমতা Delhi: রণক্ষেত্র চাণক্যপুরী! বাংলাদেশি দূতাবাসের সামনে হিন্দু সংগঠনের ব্যাপক বিক্ষোভ, দীপু খুনের বিচার চেয়ে পুলিশের বাধা অতিক্রম ভিএইচপি-র PM Modi: বাংলাদেশে আটকে কয়েকশ ভারতীয় মেডিক্যাল পড়ুয়া! প্রাণ বাঁচাতে হাহাকার, প্রধানমন্ত্রী মোদীর হস্তক্ষেপ চেয়ে দিল্লিকে চিঠি Wrestlers: লজ্জার ছবি! দেশের সম্পদ কুস্তিগিররা চলেছেন ট্রেনের শৌচাগারের পাশে বসে—ভাইরাল ভিডিও দেখে ক্ষোভে ফুঁসছে নেটপাড়া Humayun Kabir: নিশা আউট, মুসলিম ইন! বালিগঞ্জ আসনে প্রার্থী নিয়ে বিরাট ঘোষণা হুমায়ুনের—কে হতে পারেন সেই বিশেষ মুখ?

 

kolkata

3 years ago

Weather update of West Bengal : নিম্নচাপ বলয়ের প্রেক্ষিতে ৮-১১ আগস্ট সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা

Weather update of West Bengal
Weather update of West Bengal

 

কলকাতা, ৬ আগস্ট : উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে আগামী ৭ আগস্টের কাছাকাছি একটি নিম্নচাপ বলয় তৈরির পূর্বাভাসের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের মৎস্যচাষীদের ৮ থেকে ১১ আগস্ট পর্যন্ত গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ওই সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ৫০ কিলোমিটার ছাড়াতে পারে বলে মনে করা হচ্ছে। যে সমস্ত মৎস্যজীবীরা ইতিমধ্যেই গভীর সমুদ্রে রয়েছেন তাঁদের ফিরে আসতে বলা হচ্ছে। এদিকে, বর্ষাকালের চেনা ছন্দ এখনও উধাও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। এ বছর প্রকৃতির খামখেয়ালিপনায় এখন শ্রাবণ নাকি শরৎকাল, তা বোঝা দায়। গত ১ জুন থেকে ২৭ জুলাই পর্যন্ত রাজ্যে বৃষ্টির ঘাটতির পরিমাণ ৩৯ শতাংশ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এখনও পর্যম্ত বৃষ্টির ৪৬ শতাংশ ঘাটতি রয়েছে। আবহাওয়ার এহেন খামখেয়ালিপনায় ক্ষতির মুখে রাজ্যের চাষবাস। এই কম বর্ষণ মূলত প্রভাব ফেলছে ধান চাষে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বর্ধমান, হুগলি, দুই মেদিনীপুরে এখন আমন ধান চাষের সময়। এ ছাড়াও নদিয়া, হাওড়া-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই খরিফ চাষের মরসুম এই বর্ষাকাল। অপর্যাপ্ত বৃষ্টির কারণে আমন চাষে এবং খরিফ ফসল মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ১৫ অগাস্টের মধ্যে পর্যাপ্ত বৃষ্টি না হলে এ বছর আমন ধান চাষের লক্ষ্য পূরণ সম্ভব হবে না। সেক্ষেত্রে চরম বিপাকে পড়বেন ধানচাষিরা। এদিকে, শনিবার সকালেও মেঘের আনাগোনা ছিল কলকাতা ও লাগোয়া জেলাগুলির আকাশে। কখনও রোদ ঝলমলে আকাশ, পরক্ষণেই আকাশ কালো করে মেঘ। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এদিন তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি।

You might also like!