কলকাতা, ১৮ জুলাই : বৃহস্পতিবার নিম্ন আয়ের মানুষদের জন্য আবাসন প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটি তাঁর ‘বড় উপহার’ বলে চিহ্ণিত করে উদ্বোধনী অনুষ্ঠান থেকেই কেন্দ্রকে একহাত নেন। বঞ্চনার অভিযোগে ফের সোচ্চার হন তিনি। শুক্রবার তার জবাব দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার। এক্সবার্তায় তিনি লিখেছেন, “হিডকোর-র তত্বাবধানে সাশ্রয়ী মূল্যের আবাসন প্রকল্পের আওতায়, ২০২০ সালের আগস্টে শহুরে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৫১তম কেন্দ্রীয় অনুমোদন ও পর্যবেক্ষণ কমিটির সেন্ট্রাল স্যাঙ্কশনিং অ্যান্ড মনিটরিং কমিটির (CSMC) সভায় ৪৯০টি সুবিধাবঞ্চিত পরিবারকে বাড়ি অনুমোদন করা হয়েছিল। মোট প্রকল্পের ব্যয় ছিল ₹৪১.৮৬ কোটি - যার মধ্যে ₹৭.৩৫ কোটি কেন্দ্র থেকে এবং ₹১৩.৬৭ কোটি রাজ্য থেকে। ‘হিডকো’ অবশিষ্ট তহবিল সংগ্রহ করেছে। নগর পরিকাঠামো উন্নয়নের জন্য, প্রকল্প এলাকার জন্য স্মার্ট সিটি মিশনের আওতায় অতিরিক্ত ₹২৫০ কোটি বরাদ্দ করা হয়েছিল। এই রূপান্তরমূলক উদ্যোগের উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিয়ে করানোর প্রস্তাব করা হয়েছিল। তবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এ ব্যাপারে সমন্বয় এবং সহায়তা প্রত্যাখ্যান করে ইচ্ছাকৃতভাবে এটিকে নস্যাৎ করেছে। এটা একটা লজ্জাজনক বাধা। অমার্জনীয় বিশ্বাসঘাতকতা। #MamataBlocksDevelopment”, অর্থাৎ মমতা উন্নয়নের বাধা। প্রসঙ্গত, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী কেন্দ্রের অসহযোগিতায় একাধিক প্রকল্প আটকে থাকা নিয়েও মুখ খোলেন। মনে করিয়ে দেন, রাজ্য ‘বাংলার বাড়ি’ প্রকল্পে ৪৫ লক্ষ বাড়ি তৈরি করেছে। কেন্দ্র টাকা দিচ্ছে না বলেই নিজেদের উদ্যোগে এই আবাসন তৈরির সিদ্ধান্ত।
When politics trumps poor's welfare!
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) July 18, 2025
Under the Affordable Housing Project spearheaded by HIDCO, 490 underprivileged families were sanctioned homes during the 51st Central Sanctioning and Monitoring Committee (CSMC) meeting in August 2020, under PMAY-Urban. The total project cost…