Country

5 hours ago

Himachal rains: হিমাচল প্রদেশে টানা বর্ষণে বিপর্যয়, ৭ জেলায় বন্যা সতর্কতা জারি

Himachal rains
Himachal rains

 

শিমলা, ৮ জুলাই  : হিমাচল প্রদেশে প্রবল বর্ষণের জেরে বিপর্যস্ত জনজীবন। সোমবার রাত থেকে সিরমৌরে জেলায় লাগাতার বৃষ্টিতে গিরি জাটন ড্যামের ছয়টি গেট খুলে দিতে হয়েছে। নিচু এলাকাগুলিতে বন্যার আশঙ্কা বাড়ায় মঙ্গলবার প্রশাসন সতর্কবার্তা জারি করেছে। আবহাওয়া দফতরের সূত্রে জানা গেছে, শিমলা, কাংরা, মান্ডি, চম্বা, সোলান, সিমৌর ও কুল্লু জেলায় আগামী ২৪ ঘণ্টার জন্য বন্যার সতর্কতা জারি করা হয়েছে। ১৪ জুলাই পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় জারি থাকবে হলুদ সতর্কতা। প্রবল বৃষ্টিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা মান্ডি,যেখানে ১৫৩টি রাস্তা, ১৪০টি ট্রান্সফর্মার এবং ১৫৮টি জল প্রকল্প বন্ধ হয়ে পড়েছে। সারা রাজ্যে মঙ্গলবার সকাল পর্যন্ত ২২৭টি রাস্তা,১৬৩টি বিদ্যুৎ ট্রান্সফর্মার ও ১৭৪টি জল প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রসঙ্গত ,২০ জুন থেকে এখনও পর্যন্ত বর্ষাজনিত কারণে মৃত্যু হয়েছে ৮০ জনের,আহত ১২৮ জন,নিখোঁজ ৩৫ জন, ২৫৪টি গবাদি পশু ও ১০,০০০ পোলট্রির প্রাণহানি,১৬৪টি ঘর সম্পূর্ণ ও আংশিক ১৯১টি ভাঙার পাশাপাশি রাজ্যে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬৯২ কোটি টাকা, যার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে জলশক্তি (৩৯১ কোটি) ও পিডব্লিউডি (২৯২ কোটি) বিভাগে। প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ি, নদী সংলগ্ন এলাকায় বসবাসকারী বাসিন্দাদের সতর্ক থাকতে ও প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। মান্ডিতে শুধু ৩০ জুন রাতেই ১২টি স্থানে বিপজ্জনক মেঘভাঙা বৃষ্টি হয়েছিল, যাতে প্রাণ হারিয়েছেন ২০ জন এবং ২৮ জন এখনও নিখোঁজ।


You might also like!