Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

kolkata

3 years ago

Weather report for west Bengal : নিম্নচাপের চোখ রাঙানি, ঝোড়ো হাওয়া-তুমুল বৃষ্টির পূর্বাভাস

Weather report for west bengal
Weather report for west bengal

 

কলকাতা, ৭ আগস্ট  : মেঘলা আকাশে বিক্ষিপ্ত বৃষ্টি। হঠাৎ বৃষ্টিতে অস্বস্তিতে জনজীবন। ভ্যাপসা গরমে অস্বস্তি হলেও সাময়িক বৃষ্টি স্বস্তি দেয় বটে। রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে কোনও জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস এবং রবিবার সকালের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। কলকাতাতে এদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপেক্ষিক আর্দ্রতার দরুন বাড়বে অস্বস্তি।

হাওয়া অফিসের অধিকর্তা গণেশ চন্দ্র দাস বললেন, "উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গে ৮-১১ আগস্ট অর্থাৎ সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে ।" উপকূলবর্তী এলাকায় ৪০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইবে । ফলে সমুদ্র উত্তাল হবে । তাই মৎস্যজীবীদের ৮ আগস্ট থেকে সমুদ্রে যেতে বারণ করা হচ্ছে । যাঁরা ইতিমধ্যে সমুদ্রে মাছ ধরতে গিয়েছেন, তাঁদের আজ রবিবার৭ আগস্টের মধ্যে ফিরে আসতে বলছে হাওয়া অফিস।


You might also like!