kolkata

3 days ago

Hanuman Jayanti: বাড়ির ছাদে গেরুয়া ধ্বজা ওড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত

Union Minister Sukant hoists saffron flag on the roof of his house
Union Minister Sukant hoists saffron flag on the roof of his house

 

কলকাতা, ১২ এপ্রিল : শনিবার নিজের বাড়ির ছাদে গেরুয়া ধ্বজ ওড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী তথা পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার। সেই পতাকা উত্তোলনের তিনটি ছবি-সহ তিনি এক্সবার্তায় লিখেছেন, “হনুমান জয়ন্তীর সকালে আমার নিজের বাসভবনে গেরুয়া ধ্বজ বন্ধন করলাম। জয় শ্রী রাম। জয় বজরংবলী।” এর আগে, এদিন সকালে সুকান্ত মজুমদার লিখেছেন, “আপনাদের সকলকে হনুমান জয়ন্তীর শুভেচ্ছা! শক্তি, ভক্তি এবং নিষ্ঠার প্রতীক শ্রী হনুমানজির আশীর্বাদ সর্বদা আপনার উপর বর্ষিত হোক। আমাদের বিপদ থেকে রক্ষা করুন এবং আমাদের জীবনে সাহস ও শক্তি আনুন। তিনি লিখেছেন, "যদি কেউ তার মন, কর্ম এবং বাক্যের উপর মনোযোগ দেয়, তাহলে হনুমান তোমাকে ঝামেলা থেকে মুক্তি দেবেন।" ভক্তদের রক্ষাকর্তা, রামদূত পবনপুত্রকে লক্ষ লক্ষ প্রণাম।”

You might also like!