শ্রীনগর, ৭ জুলাই : আঁটোসাঁটো নিরাপত্তার মধ্যে মসৃণভাবেই চলছে অমরনাথ যাত্রা। ৩ জুলাই থেকে অমরনাথ যাত্রা শুরু হওয়ার পর, বিগত ৪ দিনে প্রায় ৭০ হাজার পুণ্যার্থী অমরনাথ দর্শন করেছেন। সোমবার ৮,৬০৫ জন তীর্থযাত্রীর আরেকটি দল কাশ্মীর উপত্যকার উদ্দেশ্যে রওনা হয়েছে।
প্রশাসনের পক্ষ জানানো হয়েছে, ৩ জুলাই থেকে শুরু হওয়া শ্রী অমরনাথ জি যাত্রায় এখনও পর্যন্ত প্রায় ৭০,০০০ মানুষ দর্শন সম্পন্ন করেছেন। এর মধ্যে ২১,৫১২ জন যাত্রী রবিবার পবিত্র গুহা মন্দিরের ভেতরে ‘দর্শন’ করেছেন। উল্লেখ্য, এই বছর যাত্রা শুরু হওয়ার পর থেকে দু'জন তীর্থযাত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে।