kolkata

3 weeks ago

Sandeshkhali Incident:এবার সন্দেশখালিতে সিবিআই,পোর্টাল খুলে অভিযোগ নেওয়ার নির্দেশ হাইকোর্টের

The High Court ordered the CBI to open a portal to receive complaints in Sandeshkhali
The High Court ordered the CBI to open a portal to receive complaints in Sandeshkhali

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সন্দেশখালির ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। কেন্দ্রীয় সংস্থাকে বুধবার থেকেই তদন্ত শুরু করতে বলা হয়েছে। আদালত জানিয়েছে, নতুন ইমেল আইডি চালু করে সন্দেশখালির ঘটনা সংক্রান্ত অভিযোগ জমা নিতে হবে সিবিআইকে। আদালতের নজরদারিতে তদন্ত চলবে। পাশাপাশি, সন্দেশখালির স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে রাস্তায় সিসি ক্যামেরা, এলইডি আলো বসাতে বলেছে আদালত। আগামী ১৫ দিনের মধ্যে রাজ্যকে তার খরচ দিতে হবে।

সন্দেশখালি নিয়ে কলকাতা হাইকোর্টে পাঁচটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে সব মামলাগুলির একত্রে শুনানি হয়। বুধবার সেই মামলায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সন্দেশখালির সমস্ত অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে।  

আগেই সন্দেখালিতে শাহজাহানের বাড়িতে তল্লাশি করতে গিয়ে ইডির আধিকারিকদের উপর হামলায় ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। এবার সন্দেশখালিবাসীর বাকি সমস্ত অভিযোগের তদন্তভারও সিবিআই-এর হাতে গেল। এদিন প্রধান বিচারপতি নির্দেশ দেন, অবিলম্বে সিবিআই-র তরফে একটি পোর্টাল খুলতে হবে। সেখানেই সন্দেশখালির গ্রামবাসীরা নিজেদের অভিযোগ জানাতে পারবেন। সংশ্লিষ্ট পোর্টালে জমি দখল, জমির ধরন পরিবর্তন করে ভেড়িতে রূপান্তরিত করা, মহিলারা ধর্ষণ সহ সমস্ত অভিযোগ জানাতে পারবেন। জেলাশাসক থেকে জেলা পুলিশ সুপার বা যে কোন ব্যক্তিকে সিবিআই তদন্তের জন্য ডাকতে পারে এবং তদন্তে সাহায্যের জন্য তাঁদের হাজিরা দিতে হবে, এই নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।

ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, ন্যায়বিচারের স্বার্থে সন্দেশখালির ঘটনায় যে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন, সে বিষয়ে আদালতের কোনও সন্দেহ নেই। সন্দেশখালির পরিস্থিতি এমনই যা একটি স্বাধীন এবং যোগ্যতা সম্পন্ন এজেন্সি ছাড়া তদন্ত সম্ভব নয়। তাই সার্বিক পরিস্থিতি বিচার করে আদালত সিদ্ধান্ত নিয়েছে, সন্দেশখালির মানুষের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করবে সিবিআই।

বুধবার হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, সন্দেশখালিতে জোর করে জমি দখল এবং মহিলাদের বিরুদ্ধে যে অপরাধের ঘটনা ঘটেছে সিবিআই-কে তার যথাযথ তদন্ত করতে হবে। ১৫ দিনের মধ্যে আদালতে রিপোর্ট জমা দেবেন তদন্তকারীরা। একইসঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে একটি বিশেষ পোর্টাল খুলতে হবে। যেখানে গ্রামবাসীরা অভিযোগ দায়ের করতে পারবেন এবং তদন্তকারী সংস্থাকে সমস্ত প্রথম সারির সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি আকারে পোর্টালের কথা জানাতে হবে।

এদিনের নির্দেশে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ আরও জানিয়েছে, সন্দেশখালিতে একাধিক স্পর্শকাতর এলাকায় যেখানে বিভিন্ন অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে। সেই সব জায়গার রাস্তায় প্রয়োজনীয় আলোর ব্যবস্থা সহ সিসি ক্যামেরা বসাতে হবে। আদালতের নজরদারিতে গোটা তদন্ত প্রক্রিয়া চলবে। 

অন্যদিকে, এর আগে এই মামলায় প্রাক্তন বিচারপতিকে দিয়ে যে তদন্তের আবেদন করা হয়েছিল, তার এখনই প্রয়োজন নেই, জানিয়ে দিয়েছে হাইকোর্ট। এপ্রসঙ্গে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, সিবিআই যথেষ্ট দক্ষ তদন্তকারী সংস্থা। তারাই সন্দেশখালির ঘটনার যাবতীয় তদন্ত করবে। 


You might also like!