Country

1 week ago

Arunachal Pradesh:অরুণাচলে ভয়াবহ ভূমিধস,জাতীয় সড়কের একাংশ ভেসে বিচ্ছিন্ন চিন সীমান্ত লাগোয়া জেলা

Terrible landslides in Arunachal
Terrible landslides in Arunachal

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অরুণাচল প্রদেশে ভয়াবহ ধস। ধসের কবলে ভেসে গিয়েছে চীনের সীমান্তের সঙ্গে সংযোগকারী হাইওয়ে। এটিই একমাত্র পথ যা ডিবাং ভ্যালি সংলগ্ন জেলাকে দেশের বাকি অংশের সঙ্গে সংযুক্ত করে। প্রাথমিক খবর অনুযায়ী, হুনলি এবং আনিনির মধ্যে রোয়িং আনিনি হাইওয়ে বরাবর রাস্তার ব্যাপক ক্ষতি হয়েছে। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু।

একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা গেছে, জাতীয় সড়ক কার্যত ধসের জেরে ধুয়েমুছে গেছে। ফলে যান চলাচল সম্ভবই হচ্ছে না। বিপদে পড়েছেন স্থানীয়রাও। সড়ক পথ ধসে যাওয়ায় যাতায়াতও বন্ধ। নিরাপত্তা বাহিনীর পক্ষেও লোকজনকে উদ্ধার করতে যাওয়া সম্ভব হচ্ছে না।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, আপাতত খাবার ও জলের অভাব দেখা দেয়নি। তবে রাস্তা দ্রুত মেরামত না হলে অন্য সমস্যা দেখা দিতে পারে. ওই এলাকায় পর্যটকদের যাওয়া নিষিদ্ধ হয়েছে। রাস্তা মেরামতির কাজ শুরু করেছে ‘ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেড’ (NHIDCL)।  

 ধস এবং বৃষ্টির জোড়া ভ্রুকুটিতে বিপর্যস্ত হয়ে পড়েছে অরুণাচল প্রদেশের কিছু এলাকা। টানা পাঁচ দিন ধরে চলা বৃষ্টির জেরে ধস নেমে চিন সীমান্তের কাছে অরুণাচলের কিছু জেলা বিপর্যস্ত।  স্থানীয় খুপা এবং হায়ুলিয়াং এলাকায় প্রবল বৃষ্টিতে কার্যত ধুয়ে গিয়েছে রাস্তার একাংশ। জেলার মোমপানি এবং টাইডিং এলাকায় ধসে বন্ধ হয়ে পড়েছে যান চলাচল। অন্য দিকে, টানা ক’দিনের বৃষ্টির জেরে জল বাড়ছে ব্রহ্মপুত্রের শাখা লোহিত নদীতে। এর জেরে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে আঞ্জ জেলায়। মুখ্যমন্ত্রী পেমা খান্ডু বলছেন, “ভয়াবহ ভূমিধসে জাতীয় সড়ক ধসে গেছে। যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়েছে। দিবাং ভ্যালির সঙ্গে আপাতত যোগাযোগ বিচ্ছিন্ন। তবে খুব তাড়াতাড়ি এই বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করছি আমরা।”


You might also like!