Country

2 weeks ago

Construction: পাঠানকোট-মান্ডি সড়কে দু'টি সুড়ঙ্গের নির্মাণ কাজ সম্পন্ন, দূরত্ব কমল অনেকটাই

The construction of two tunnels on the Pathankot-Mandi road has been completed
The construction of two tunnels on the Pathankot-Mandi road has been completed

 

পাঠানকোট, ৪ মে: দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে পাঠানকোট-মান্ডি সড়কে দু'টি সুড়ঙ্গের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। দু'টি সুড়ঙ্গের নির্মাণ কাজ সম্পন্ন হওয়ায় পাঠানকোট ও মান্ডির মধ্যে দূরত্ব কমে গেল অনেকটাই। ২১৯ কিলোমিটার থেকে কমে পাঠানকোট ও মান্ডির মধ্যে এখন দূরত্ব ১৭১ কিলোমিটার।

ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া কোটলার কাছে পাঠানকোট-মান্ডি চার লেন প্রকল্পের প্রথম পর্যায়ে দু'টি ডাবল-লেনের সুড়ঙ্গের নির্মাণ কাজ সম্পন্ন করেছে। উঁচু পাহাড়ের মাঝে ত্রিলোকপুর ও কোটলার মধ্যে এই দু'টি টানেল তৈরি করা হয়েছে। ২১৯-কিলোমিটার পাঠানকোট-মান্ডি সড়কটি ভারত সরকারের কৌশলগত সড়ক প্রকল্পগুলির মধ্যে একটি, যা পাঠানকোটকে লেহ, লাদাখ এবং অন্যান্য এলাকার সঙ্গে সংযুক্ত করে।

You might also like!