West Bengal

1 week ago

Mamata Banerjee: 'BJP-র মহা তীর্থক্ষেত্র', নাম না করে বিচার ব্যবস্থাকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের?

Mamata Banerjee
Mamata Banerjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃআদালতকে এবার বিজেপির তীর্থক্ষেত্র বলে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব বর্ধমানের আউসগ্রামে ওই সভা করেন তৃণমূল কংগ্রেস নেত্রী।

বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমার খারাপ লেগেছে, বারে বারে দেখেছি ২৬ হাজার ছেলে মেয়ের চাকরি বাতিল করা হল। আবার বলছে ১২ শতাংশ হারে টাকা ফেরত দিতে হবে। শিক্ষক শিক্ষিকাদের চাকরি খাচ্ছ, বেকার ছেলে মেয়েদের চাকরি খাচ্ছ, সরকারি কর্মীদের চাকরি খাচ্ছ, তাঁদের যদি বলা হয় সরকারি চাকরি পাওয়ার পর যে টাকা পেয়েছেন সেই টাকা যদি আপনাকে ফেরত দিতে বলা হয় তাহলে সেটা ফেরত দিতে পারবেন? তাহলে এই ২৬ হাজার ছেলেমেয়ে যাবে কোথায়? বাংলায় কি তাহলে স্কুল চলবে না? বাংলায় কি শিক্ষক হবে না? আমার কাছে ১০ লাখ চাকরি তৈরি আছে। এই কোর্ট গেলেই আটকে দিচ্ছে। BJP-র একটা মহা তীর্থ ক্ষেত্র।"

এখানেই শেষ নয়, তাঁর বক্তব্য BJP আবেদন করলেই যা বলবে তাই আর অন্য কেউ গেলে বিচার পাচ্ছে না। পাশাপাশি কটাক্ষের সুরে তিনি বলেন, "সবচেয়ে বড় গদ্দার, যার বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে বলছে তাকে গ্রেফতার করা যাবে না।"


You might also like!