দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কেন্দ্রের অনেক সিদ্ধান্তকেই জন সুবিধার প্রতিকুল বলেছে রাজ্য সরকার। এবার তৃণমূলের মূল অস্ত্র ‘সুবিধা’ ট্রেনের ভাড়া। সমাজ মাধ্যমে রবিবার একটি পোস্ট করে কেন্দ্রকে তুলোধোনা করলেন মুখ্যমন্ত্রী। নামেই ‘সুবিধা’, ভাড়া বিমানের চেয়েও বেশি। সাধারণ মানুষ যাবেন কোথায়? এই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী।
X হ্যাণ্ডেলে মমতা লেখেন, ‘‘এটা অত্যন্ত দুঃখের বিষয় যে রেলে যাত্রীভাড়া অত্যধিক বৃদ্ধি পাচ্ছে। কখনও তা বিমানের ভাড়ার চেয়েও বেশি হয়ে যাচ্ছে! পর্যাপ্ত নিরাপত্তাও নেই। জরুরি পরিস্থিতিতে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে?’’ পাশাপাশি তাঁর পরামর্শ, ‘‘ভাড়াবৃদ্ধি রোধ করার স্বার্থে তা কমাতে হবে। নিরাপত্তায় আরও জোর দিতে হবে।”