কলকাতা, ২৭ অক্টোবর: আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী রবিবার প্রধানত আংশিক মেঘলা আকাশ থাকবে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে। তবে মাঝেমধ্যে রোদের দেখাও মিলবে। আবার এদিন থেকে আবহাওয়ারও পরিবর্তন হতে পারে। রবিবার থেকে শুষ্ক আবহাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গে। জানা যাচ্ছে, কালীপুজো এবং দীপাবলিতে এই মরসুমের প্রথম শুষ্ক হিমেল পরশ থাকতে পারে। মূল শীত আসতে এখনও বেশ কিছুদিন বাকি, এমনটাই বলা হয়েছে পূর্বাভাসে।
রবিবার মহানগরে দিনের আকাশ মেঘলা। কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিন সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩১ ডিগ্রি এবং ২৫ ডিগ্রির আশেপাশে থাকবে বলে হাওয়া অফিস সূত্রে জানা গেছে।