kolkata

3 weeks ago

Kunal Ghosh:পুজো কমিটির সরকারি অনুদানের টাকা প্রত্যাখ্যান, ক্ষোভ কুণালের

Kunal Ghosh
Kunal Ghosh

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আর জি কর কাণ্ডের প্রতিবাদে একাধিক পুজো কমিটি সরকারি অনুদানের টাকা প্রত্যাখ্যান করার কথা জানিয়েছে। বিষয়টি নিয়ে যথেষ্ঠ অস্বস্তিতে তৃণমূল।

 উত্তরপাড়া শক্তি সংঘ এনিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করে। সরকারি অনুদানের ৮৫ হাজার টাকা প্রত্যাখ্যান করে তাঁদের বার্তা, ”মেয়ের বিচার দিন, মায়ের পুজো নিজেরা বুঝে নেবো।” পরবর্তীতে একই সিদ্ধান্ত নিতে দেখা যায় আরও বেশ কয়েকটি পুজো উদ্যোক্তাদের। প্রশ্ন তুলে কুণাল ঘোষ সংবাদমাধ্যমে বলেন, পুজোর আয়োজনে সরকারের এই অর্থদান যে নিছকই উৎসবের জৌলুস বাড়ানো নয়, অর্থনীতিকে সচল রাখার অনুঘটক, ভিডিও বার্তায় তা স্পষ্ট বুঝিয়ে দেন তিনি।

কুণাল ঘোষের কথায়, ”এটা একটা বীরত্ব দেখানোর প্রচারের চেষ্টা। আপনাদের অনেক টাকা আছে, তাই নিচ্ছেন না, ভালো। কিন্তু এই যে আবেগের চিমটি কাটা কথাবার্তা, আসল দুর্গাদের নিরাপত্তা বাড়ানো, ৮৫ হাজার টাকা নয়। বাংলায় আসল দুর্গারা সবচেয়ে বেশি নিরাপদ।

যাঁরা ৮৫ হাজার টাকা নিচ্ছেন না, তাঁদের বলি, পুজো একটা অর্থনীতি কুমোরটুলির মায়েরা অপেক্ষা করে থাকেন, কবে শরৎকাল আসবে। ডেকরেটর্স, আলো, প্রতিমাশিল্পী, ফুলচাষি, কুটিরশিল্প – এই সকলের কাছে যাতে টাকা পৌঁছয়, শ্রমজীবী মানুষ যাতে হাতে টাকা পান, তার জন্য ৮৫ হাজার টাকা দেওয়া। যাঁরা বয়কট করছেন, তাঁরা যেন গরিব মানুষের কাছে সেই টাকা পৌঁছে দিয়ে আসেন। এই টাকা যাতে পুজো অর্থনীতিতে সঞ্চালিত হয়, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ৮৫ হাজার টাকা দিচ্ছেন।”

You might also like!