International

1 week ago

Bangladesh: "এটা অতিরঞ্জিত"...! হিন্দুদের উপর আক্রমণ করায় ইউনুসের গলায় অন্য সুর

Muhammad Yunus (symbolic picture)
Muhammad Yunus (symbolic picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- বাংলাদেশের প্রধানমন্ত্রী এখন মানতেই চাইছেন না যে ওখানে হিন্দুদের উপর আক্রমন হয়েছে। তিনি মোটেও স্বীকার করতে রাজি না যে ওখানে হিন্দুদের উপর বিশেষ কোনো আক্রমন হয়েছে। বরং এই জাতীয় খবরকে 'অতিরঞ্জিত' বলে তিনি উড়িয়ে দিয়েছেন।

কিন্তু শেখ হাসিনার পালিয়ে যাবার পরে খোদ ঢাকায় একাধিক হিন্দু দোকানকে পুড়িয়ে দেওয়ার ছবি প্রকাশ্যে আসলেও তিনি বলেন, ঐগুলো সাম্প্রদায়িক ঘটনা নয়, বরং রাজনৈতিক ঘটনা। এই নিয়ে ঢাকার রাস্তায় প্রতিবাদ জানিয়েছেন হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার মানুষ। এখনও অনেক জায়গাতেই নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে হিন্দুদের। চাওয়া হচ্ছে ‘প্রোটেকশন মানি’, অর্থাৎ, নিরাপদে থাকতে টাকা দিতে হচ্ছে। তবে, বাংলাদেশের অন্তর্বর্তীকীলান সরকারের প্রধান উপদেষ্টা, মহম্মদ ইউনুসের দাবি, বাংলাদেশে হিন্দুদের উপর হামলার বিষয়টি অতিরঞ্জিত করা হয়েছে। হঠাৎ করে মহম্মদ ইউনুসের এই ভোলা বদল নিয়ে চিন্তিত ভারত। তাঁর মতে, বেশিরভাগ হিন্দুই ক্ষমতাচ্যুত আওয়ামি লিগ সরকারের সমর্থন ছিলেন। তাই তাদের বিরুদ্ধে যে সকল হামলা হয়েছে, তা রাজনৈতিক অভ্যুত্থানের ফল। 

যদিও সেই তথ্য সবটা যে সত্য নয় তা সকলেই জানেন। ইউনুস জানিয়েছিলেন, হিন্দু এবং অন্যান্য সমস্ত সংখ্যালঘু গোষ্ঠীর সুরক্ষাকে অগ্রাধিকার দেবে ঢাকা। তবে এটা যে অতিরঞ্জিত, তা মোদীকেও জানিয়েছিলেন বলে দাবি করেছেন ইউনুস। তিনি বলেছেন, “আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেছি এটা অতিরঞ্জিত। এই ইস্যুটির বিভিন্ন মাত্রা রয়েছে। শেখ হাসিনা ও আওয়ামী লীগের নৃশংসতার পর দেশ যখন অস্থিরতার মধ্য দিয়ে যায়, তখন যারা তাদের সঙ্গে ছিল তারাও হামলার সম্মুখীন হয়েছেন।” তাঁর মতে, আসলে শেখ হাসিনা ভারতের সামনে একটি বিশেষ আখ্যান তৈরি করেছিলেন। সেই আখ্যান থেকে এখনও বের হতে পারেনি ভারত। তিনি বলেন, ভারতকে ভাবতে হবে, শেখ হাসিনা নয়, বাংলাদেশ তাদের প্রতিবেশী রাষ্ট্র।

You might also like!