kolkata

4 months ago

State Conference: সহকার ভারতীর তৃতীয় রাজ্য সম্মেলন ১৪-১৫ সেপ্টেম্বর, নির্ণয় হবে রূপরেখা

State Conference
State Conference

 

কলকাতা, ১১ সেপ্টেম্বর : বিধাননগরের পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রে চলতি মাসের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহের দু'দিন ধরে চলবে সহকার ভারতীর রাজ্য সম্মেলন। প্রথম দিন দুপুরে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা যোগ দিতে চলেছেন এই রাজ্যে সংস্থার আগামী সম্মেলনে। সমবায়ের মাধ্যমে স্বনির্ভর প্রকল্প গুলির বর্তমান সময়ে কাজের অগ্রগতি এবং তার রূপরেখার পন্থা ও পদ্ধতি নির্নয় নিয়েই চর্চা হবে।

মহিলা সশক্তিকরণের মাধ্যমেই নারীদের স্বনির্ভর করে তুলতে সহকার ভারতীর নানা পদক্ষেপ নিয়ে খোলামেলা আলোচনার জন্য ওপেন ফোরামও থাকছে এই সম্মেলনে। সেইসঙ্গে রাজ্য সরকারের চরম পর্যায়ে অসহযোগিতা ও প্রতিকূল পরিস্থিতিতে গণমাধ্যমের ভূমিকাও সহকার ভারতীর পক্ষ থেকে তৃতীয় রাজ্য সম্মেলন উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

You might also like!