ম্যানচেস্টার, ২৮ আগস্ট : চতুর্থ সারির লিগে খেলা গ্রিমসবাই টাউনের কাছে হেরে ম্যানচেস্টার ইউনাইটেড কারবো কাপ থেকে বিদায় নিল। কারাবো কাপের দ্বিতীয় রাউন্ডে গ্রিমসবাই টাউনের সঙ্গে মূল ম্যাচে ২-২ গোলে ড্র করার পর টাইব্রেকারে ১২-১১ ব্যবধানে হেরেছে ইউনাইটেড। ব্লান্ডেল পার্কে প্রথম ৫ শটের মধ্যে গ্রিমসবাই তৃতীয় ও ইউনাইটেড পঞ্চমটি মিস করে। দুদল পরের ৭ শটে একটিও মিস করেনি। ১২তম শটে গ্রিমসবাই এগিয়ে যাওয়ার পর ব্রায়ান এমবিউমো গোল করতে ব্যর্থ হন। ফলে কারাপো কাপ থেকে ছিটকে যায় রুবেন আমোরিমের শিষ্যরা। দিনের অন্য ম্যাচগুলোতে ফুলহ্যামের কাছে ব্রিস্টল ২-০, ব্রাইটনের কাছে অক্সফোর্ড ৬-০ ও এভারটনের কাছে মেন্সফিল্ড ২-০ গোলে হেরেছে।
Cup Upset: ✅#GTFC pic.twitter.com/C4NrEcwHpr
— Grimsby Town F.C. (@officialgtfc) August 27, 2025