Game

2 hours ago

AFC Asian Cup Qualifiers: এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের আগে সোমবার ইরাকে প্রীতি ম্যাচ খেলবে ভারতীয় অনূর্ধ্ব-২৩ দল

Naushad Moosa-led India U23 team
Naushad Moosa-led India U23 team

 

নয়াদিল্লি, ২৫ আগস্ট  : আগামী মাসে অনুষ্ঠেয় এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইপর্বের প্রস্তুতির অংশ হিসেবে সোমবার দুটি প্রীতি ম্যাচের প্রথমটিতে ইরাকের মুখোমুখি হবে ভারত অনূর্ধ্ব-২৩ পুরুষ ফুটবল দল। ম্যাচের প্রাক্কালে ভারতের অনূর্ধ্ব-২৩ দলের প্রধান কোচ নওশাদ মুসা বলেছেন, “ইরাক শারীরিক এবং টেকনিক্যাল উভয় দিক থেকেই শক্তিশালী প্রতিপক্ষ। কিন্তু আমাদের কাছে এটা কেবল প্রতিপক্ষের ব্যাপার নয়, আমাদের নিজস্ব পারফরম্যান্সেরও ব্যাপার। আমরা যদি গত ২০ দিনে শৃঙ্খলা, ঐক্য এবং লড়াইয়ের মনোভাব নিয়ে খেলি, তাহলে আমি নিশ্চিত যে ছেলেরা চ্যালেঞ্জের মুখোমুখি হবে। এই ধরণের ম্যাচ খেলোয়াড়দের আরও শক্তিশালী করে তোলে।” ইরাকের বিরুদ্ধে ভারতের অনূর্ধ্ব-২৩ দলের দ্বিতীয় প্রীতি ম্যাচটি ২৮ আগস্ট অনুষ্ঠিত হবে, এরপর দলটি বাছাইপর্বের জন্য কাতারে যাবে।বাছাইপর্বে গ্রুপ এইচ-এ ব্লু কোল্টস বাহরাইন (৩ সেপ্টেম্বর), আয়োজক কাতার (৬ সেপ্টেম্বর) এবং ব্রুনাই দারুসসালাম (৯ সেপ্টেম্বর) এর মুখোমুখি হবে।

You might also like!