International

12 hours ago

Donald Trump: জেলেনস্কি চাইলে রাশিয়ার সঙ্গে অবিলম্বে যুদ্ধ শেষ করতে পারেন,ডোনাল্ড ট্রাম্প

U.S. President Donald Trump with Ukrainian counterpart Volodymyr Zelenskyy
U.S. President Donald Trump with Ukrainian counterpart Volodymyr Zelenskyy

 

ওয়াশিংটন, ১৮ আগস্ট : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চাইলে রাশিয়ার সঙ্গে অবিলম্বে যুদ্ধ শেষ করতে পারেন। এমনটাই মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে ট্রাম্প লিখেছেন, "ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি চাইলে রাশিয়ার সঙ্গে যুদ্ধ প্রায় তাৎক্ষণিকভাবে শেষ করতে পারেন, অথবা তিনি যুদ্ধ চালিয়ে যেতে পারেন। মনে রাখবেন এটি কীভাবে শুরু হয়েছিল। ওবামাকে ক্রিমিয়া ফেরত দেওয়া হবে না (১২ বছর আগে, একটিও গুলি চালানো হয়নি!), এবং ইউক্রেন হয়ে ন্যাটোতে যাওয়া হবে না। কিছু জিনিস কখনও বদলায় না!!!"

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাস্কায় বৈঠকের পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, এ বার তিনি ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলবেন! শুধু তা-ই নয়, জেলেনস্কির সঙ্গে ফোনেও কথা হয় ট্রাম্পের। তার পরেই জেলেনস্কি জানিয়েছিলেন, সোমবার তিনি ট্রাম্পের সঙ্গে দেখা করতে ওয়াশিংটন যাচ্ছেন। সেই বৈঠকে থাকতে পারেন ইউরোপীয় নেতারা! এখনও পর্যন্ত যা খবর, তাতে ইউরোপের বেশ কয়েকটি দেশের রাষ্ট্রনেতা বৈঠকে থাকার কথা নিশ্চিত করেছেন।

You might also like!