কলকাতা, ৮ সেপ্টেম্বর : আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, রবিবার জলীয় বাষ্প বাতাসে বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। কোনও কোনও জেলায় আকাশ মেঘলা থাকবে রবিবার। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে।
হাওয়া অফিস সূত্রে জানা গেছে, রবিবার সকালে কলকাতায় রোদ ঝলমলে পরিষ্কার আকাশ থাকলেও বেলায় কখনও কখনও আংশিক মেঘলা আকাশ হতে পারে। স্বল্প সময়ের জন্য খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা এদিন নেই বলেই জানা যাচ্ছে।