Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

Country

2 months ago

Jammu-srinagar Highway Closed: পঞ্চম দিনেও বন্ধ জম্মু-শ্রীনগর হাইওয়ে, চিন্তায় আপেল ব্যবসায়ীরা

Jammu-Srinagar highway closed
Jammu-Srinagar highway closed

 

শ্রীনগর, ৩০ আগস্ট : টানা পঞ্চম দিনের জন্য বন্ধ রয়েছে জম্মু-শ্রীনগর হাইওয়ে। বিভিন্ন স্থানে ভূমিধসের কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক শনিবারও যানবাহন চলাচলের জন্য বন্ধ রয়েছে। ফলে বিভিন্ন স্থানে আটকে পড়েছে বহু পণ্যবোঝাই গাড়ি। জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক দীর্ঘ সময় ধরে বন্ধ থাকার ফলে কাশ্মীরের আপেল ব্যবসা মারাত্মকভাবে প্রভাবিত হচ্ছে। এর ফলে মাথায় হাত আপেল চাষি ও ব্যবসায়ীদের। জম্মু-শ্রীনগর হাইওয়ের বিভিন্ন স্থানে আপেল বোঝাই অসংখ্য ট্রাক আটকে পড়েছে। দাঁড়িয়ে থাকা ট্রাকের মধ্যেই নষ্ট হয়ে যাচ্ছে আপেল। জম্মু-শ্রীনগর হাইওয়ে কখন উন্মুক্ত হবে, আপাতত সেই অপেক্ষায় ট্রাকের চালক ও ব্যবসায়ীরা।

You might also like!