kolkata

4 months ago

Chhanda Sen : সংবাদ পাঠিকা ছন্দা সেন প্রয়াত, শোকের ছায়া সংবাদ জগতে

Chhanda Sen (Symbolic Picture)
Chhanda Sen (Symbolic Picture)

 

কলকাতা, ১২ সেপ্টেম্বর : বিশিষ্ট সংবাদ পাঠিকা ছন্দা সেন প্রয়াত। আকাশবাণী ও দূরদর্শনের স্বর্ণযুগের সংবাদ পাঠিকা ছন্দা সেনের মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮ বছর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। বৃহস্পতিবার ভোররাত দুটো নাগাদ তাঁকে পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও শেষ চেষ্টা ব্যর্থ। শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

উল্লেখ্য, ১৯৭৪ সালে আকাশবাণীতে যোগ দেন ছন্দা সেন। ১৯৭৫ থেকে কলকাতা দূরদর্শনে নিয়মিত সংবাদ পাঠিকা দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকায় ছিলেন তিনি। ২০০৬-তে অবসর গ্রহণ করেন তিনি। শোকের ছায়া আকাশবাণী ও দূরদর্শনে। স্বামী, কন্যা ও অসংখ্য গুণমুগ্ধ'কে রেখে গেছেন তিনি। বৃহস্পতিবার কেওড়াতলা মহাশ্মশানে ছন্দা সেনের শেষকৃত্য সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানা গিয়েছে। তবে, তার আগে শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ আকাশবাণী ভবনে পৌঁছবে।

You might also like!