kolkata

4 months ago

R.G.Kar Hospital: আর জি কর হাসপাতালে পরিত্যক্ত ব্যাগ! ছড়ালো আতঙ্ক ও চাঞ্চল্য

Abandoned bag (Symbolic Picture)
Abandoned bag (Symbolic Picture)

 

কলকাতা, ১২ সেপ্টেম্বর : একটি পরিত্যক্ত ব্যাগ ঘিরে আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে বোমাতঙ্ক! সিআইএসএফ-এর বাহিনী ব্যাগটিকে ঘিরে রেখেছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই হাসপাতালে উপস্থিত হয়েছে ‍বম্ব স্কোয়াডও। ব্যাগের ভিতরে কী রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এদিন সকালে হাসপাতাল চত্বরে ব্যাগটি পড়ে থাকতে দেখে আতঙ্ক ছড়ায়। কৌতূহলী মানুষজনকে ব্যাগটির কাছে যেতে দেওয়া হয়নি। দাবিহীন ওই ব্যাগের ভিতরে কী রয়েছে, তা জানতে মানুষের মধ্যে কৌতূহল শুরু হয়েছে।

You might also like!