দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- কলকাতা মেট্রো রেলে পরীক্ষামূলক ভাবে ইন্টিগ্রেটেড মোবাইল ভিত্তিক কিউআর টিকিটিং সিস্টেম চালু হয়েছে। কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় রেড্ডি এদিন কালীঘাট মেট্রো স্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে মেট্রোর অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকদের উপস্থিতিতে পরীক্ষামূলক ভিত্তিতে এই নতুন টিকিট ব্যবস্থা চালু করেছেন।
লাইনে না দাঁড়িয়ে মেট্রো যাত্রীরা তাদের সুবিধাজনক সময়ে তাদের টিকিট কিনতে সক্ষম হবে। এই টিকিট সিস্টেমটি ব্যবহার করার জন্য জেনারেল ম্যানেজার সকলকে গুগল প্লেস্টোর এবং অ্যাপ স্টোর থেকে 'মেট্রো রাইড কলকাতা' অ্যাপ ডাউনলোড করার অনুরোধ জানান। পরীক্ষামূলকভাবে চালু করা এই সিস্টেমটি আসন্ন পুজোর দিনগুলিতে মেট্রোতে যাতায়াতকে আরও আরামদায়ক এবং আনন্দদায়ক করে তুলবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এই বিকল্প ইন্টিগ্রেটেড মোবাইল ভিত্তিক কিউআর কোড টিকিটিং সিস্টেমটি ব্লু লাইন, গ্রীন লাইন-২ এবং অরেঞ্জ লাইনে ট্রায়াল ভিত্তিতে শুরু করা হয়েছে। এই কাগজবিহীন টিকিট কেনার পর এটি একক ক্যালেন্ডার তারিখে ১২ ঘন্টার জন্য বৈধ থাকবে বলে মেট্রো রেল সূত্রের খবর।