Life Style News

4 hours ago

Dog bite care tips:কুকুরে কামড়েছে? জলাতঙ্কের আতঙ্ক নয়, তৎক্ষণাৎ করুন এই জরুরি পদক্ষেপগুলো

dog bite emergency steps,
dog bite emergency steps,

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :পোষ্য কুকুর হোক বা রাস্তায় ঘুরে বেড়ানো সারমেয়, কামড় বা আঁচড় লাগলে জলাতঙ্কের আশঙ্কায় আতঙ্কিত হন প্রায় সবাই। তবে এমন পরিস্থিতিতে আতঙ্ক নয়, দরকার ঠান্ডা মাথায় কিছু সহজ পদক্ষেপ নেওয়া। সামান্য সচেতনতা আর তৎক্ষণাৎ ব্যবস্থা নিলে ভয় অনেকটাই কমানো সম্ভব। আজ জেনে নিন ঠিক কী কী করা উচিত।

১. প্রথমেই ক্ষতস্থান ভালো করে পরিষ্কার করতে হবে। কল থেকে সরাসরি ক্ষতের উপর জল ঢালুন। অ্যান্টিসেপ্টিক দিন। চুন-হলুদ দিতে পারেন। ক্ষতস্থান ঠিক পদ্ধতিতে পরিষ্কার করা হলে জলাতঙ্কের সম্ভাবনা কমে যায় ৯০ শতাংশ।

২. যদি ক্ষতস্থান থেকে ক্রমাগত রক্তপাত হতে থাকে তাহলে পরিষ্কার কাপড় দিয়ে জায়গাটা বেঁধে রাখুন। ভুলেও শক্ত করে বাঁধবেন না।

৩. সামান্য কামড়েও জলাতঙ্ক হতে পারে। তাই প্রাথমিক চিকিৎসার পরই ডাক্তারের কাছে যান। চিকিৎসককে সারমেয়টির যাবতীয় তথ্য দিন।

৪. নিয়ম নেমে ভ্যাকসিন বাধ্যতামূলক।

৫. যে কুকুরটি কামড় বা আঁচড় দিয়েছে, সেটিকে নজরে রাখুন পরবর্তী ১০ দিন। একইভাবে নিজের জ্বর বা অন্য কোনও শারীরিক সমস্যা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসককে জানান।

একনজরে দেখে নিন জলাতঙ্কের উপসর্গগুলো

১. জ্বর ও দূর্বলতা

২. হাতে-পায়ে ঝিঁঝিঁ, চুলকানি

৩. অকারণে উত্তেজিত হয়ে পড়া, দুশ্চিন্তা

৪.জল খেতে ভয়

৫.পেশিতে টান


You might also like!