Health

2 months ago

Children's Health Tips: শিশুদের হার্ট ভালো রাখতে খাদ্যতালিকা থেকে বাদ দিতে হবে এই খাবারগুলি! জানুন ডায়েটিশিয়ানের মত

Children's Health Tips ( Symbolic Picture)
Children's Health Tips ( Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- আজকালকার যুগে কর্মব্যস্ততাময় জীবনে বাচ্চাদের পড়াশুনার পাশাপাশি বিভিন্ন অ্যাকটিভিটির দিকেও নজর রাখতে হয়। ফলে খাদ্য তালিকার দিকে নজরই দিতে পারেন না অনেকে। এর পরিস্থিতিতে নানা রকমের খাবার খেয়ে ফেলেন শিশুরা। এর ফলে শরীরে নানা সমস্যা বাসা বাঁধে। অনেক সময় বাচ্চারাও হার্টের সমস্যায় ভুগতে থাকেন। যদিও এর জন্য কয়েকটি খাবারকেই দায়ী করছেন ডায়েটিশিয়ানরা। 

ডায়েটিশিয়ানদের মতে, বাচ্চাকে সুস্থ রাখতে বিশেষ নজর দিন বাচ্চার খাদ্যতালিকায়। বাচ্চার থেকে দূরে রাখুন এই কয়টি খাবার।

মিষ্টিঃ- বাচ্চাকে মিষ্টি না খাওয়ানোই ভালো। মিষ্টিতে হাই ক্যালোরি থাকে। এটি হার্টের ক্ষতি করে। মিষ্টি জাতীয় খাবার দেহে প্রদাহ বাড়ায়। তাই বাচ্চার থেকে মিষ্টি দূরে রাখাই শ্রেয়।

পিৎজা, বার্গার জাতীয় খাবারঃ- বাচ্চাকে পিৎজা, বার্গার জাতীয় ফার্স্ট ফুড না খাওয়ানোই ভালো। এমন খাবার বাচ্চার জন্য ক্ষতিকর। এমন খাবারে অধিক নুন ও মশলা থাকে যা বাচ্চার শরীরের জন্য ক্ষতিকর।

চকোলেটঃ- বাচ্চাকে ভুলেও চকোলেট খাওয়াবেন না। বাচ্চার বায়না রাখতে বা তাকে শান্ত করতে অধিকাংশই হাতে চকোলেট গুঁজে দেওয়া হয়। এই ভুল একেবারেই না। এতে বাচ্চার শরীরে বাড়ছে জটিলতা। হার্টের সমস্য়া দেখা দিতে পারে।

চিপসঃ- বাচ্চার হাতে চিপস দেওয়ার অভ্যেস থাকলে তা বন্ধ করুন। এতে নুন ও মশলা আছে। যা বাচ্চার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অধিক চিপস খেলে হার্টের রোগ দেখা দেয়। 

কোল্ড ড্রিংকসঃ- বাচ্চাকে একেবারেই কোল্ড ড্রিংকস খাওয়াবেন না। এতে চিনি থাকে অধিক মাত্রায়। যা ওবেসিটির কারণ তো হয়ই সঙ্গে হার্টের রোগ দেখা যায়।

You might also like!