দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-'ডর' ছবিতে শাহরুখ খানের অভিনয়ে মুগ্ধ হয়েছিলেন আম জনতা। আট থেকে আশির সেই ক্রাশকে প্রথমে নেওয়ার কথা ভাবেন না পরিচালকরা। 'ডর' ছবির শুটিংয়ে শাহরুখের 'রাহুল' চরিত্রটিতে প্রথমে ঋষি কাপুরকে ভেবে ছিলেন যশ চোপড়া। সেই অনুযায়ী তাঁকে প্রস্তাবও দিয়েছিলেন। তবে ছবির গল্প ও চিত্রনাট্য শুনে এই চরিত্রে অভিনয় করতে মোটেই রাজি হননি ঋষি।
যশ চোপড়াকে নিজের অপরাগতার কারণও জানিয়েছিলেন। ঋষির যুক্তি ছিল, তিনি একজন রোমান্টিক হিরো। তাই তাঁকে এ ধরনের চরিত্রে দর্শক গ্রহণ করবেন না এবং তিনি নিজেও এই ধরনের চরিত্রে অভিনয় করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন না। সেই শুনে পরিচালক ঋষিকে সানির অভিনীত চরিত্রটিতে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। সেই চরিত্রেও অভিনয়ের প্রস্তাব ফিরিয়েছিলেন বলি-তারিকা। সেই ব্যাপারে ঋষির যুক্তি ছিল, 'ডর' ছবিতে রাহুলের চরিত্রটি এতই শক্তিশালী যে ছবির নায়ক হওয়া সত্ত্বেও তাঁর চরিত্রটিকে ঢেকে ফেলবেন 'রাহুল'। তবে 'ডর' ছাড়লেও 'রাহুল'-এর চরিত্রে শাহরুখের নাম যশ চোপড়ার কাছে বলেছিলেন ঋষি। কারণ ততদিনে 'দিওয়ানা' ছবিতে 'বাদশা'র সঙ্গে কাজ সেরে ফেলেছেন তিনি। শাহরুখের অভিনয় তাঁর মনে ধরেছিল। 'কর্জ' ছবির নায়কের মনে হয়েছিল 'ডর'-এর 'রাহুল ' হিসাবে শাহরুখ 'যোগ্য এবং স্মার্ট '। কথাটা মনে রেখেছিলেন যশ চোপড়াও।