kolkata

1 year ago

Weather Forecast of Bengal : বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে উত্তর ও দক্ষিণবঙ্গ

North and South Bengal will get wet with scattered rain
North and South Bengal will get wet with scattered rain

 

কলকাতা, ২৫ আগস্ট : কখনও মেঘ, কখনও রোদের খেলায় বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে উত্তর ও দক্ষিণবঙ্গ। আলিপুর আবহাওয়া অফিস বলছে, দুই বঙ্গেই পালা করে বৃষ্টি বাড়বে, কমবে। শনি-রবি ফের রাজ্যে বাড়বে বৃষ্টিপাত। বৃহস্পতিবার হাওয়া অফিস সূত্রে খবর, এই মুহূর্তে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। আর এই ঘূর্ণাবর্ত সামান্য পশ্চিমের দিকে সরেছে। আর সেই কারণেই বৃহস্পতি-শুক্র কমবে বৃষ্টিপাত। শনিবার থেকে বৃষ্টিপাত বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।

বৃহস্পতিবার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৩ ডিগ্রি এবং ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে ৷ এদিন সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা। হাওয়া অফিসের উপ-অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় বলছেন, "মৌসুমী অক্ষরেখা পুরুলিয়া ক্যানিং হয়ে পশ্চিম বঙ্গোপসাগরের উপর বিস্তৃত । এছাড়া বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে । এর ফলে বুধবার সারাদিন বৃষ্টি হয়েছে শুধুমাত্র পশ্চিমের জেলাগুলাতে । বিশেষ করে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রামে । আজ এবং আগামিকাল বৃষ্টির পরিমাণ কমবে । কারণ ঘূর্ণাবর্ত দূরে সরে যাবে এবং মৌসুমী অক্ষরেখাও দূরে সরে যাবে । আবার ২৭ তারিখ থেকে হালকা বৃষ্টি শুরু হবে।উত্তরবঙ্গের ক্ষেত্রে ২৭ ও ২৮ তারিখে বৃষ্টি বাড়বে । বিশেষত কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি ও দার্জিলিংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে । বৃহস্পতিবার উত্তরবঙ্গে হালকা বৃষ্টি চলবে ।

You might also like!