kolkata

2 weeks ago

suvendu adhikari:স্কুলের খাতার মলাটে মমতার ছবি, বিধি ভঙ্গের অভিযোগ শুভেন্দুর

suvendu adhikari
suvendu adhikari

 

কলকাতা, ১০ এপ্রিল  : ভোটের মুখে স্কুলে দেওয়া খাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকা নিয়ে আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই খাতার মলাট এবং মলাটের পিছনের অংশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিসহ শিক্ষাপ্রকল্পের বিভিন্ন উন্নয়নমূলক কাজের ছবি রয়েছে। সেখানে ছাত্রছাত্রীদের সবুজসাথী প্রকল্প থেকে সংখ্যালঘু ছাত্রীদের জন্য সরকারি প্রকল্প, ক্রীড়া এবং মেধাবী-কৃতীদের সংবর্ধনায় মমতার ছবি রয়েছে। যাকে নির্বাচনের আগে বিধিভঙ্গ বলে দৃষ্টি আকর্ষণ করেছেন বিজেপি নেতা। বুধবার সকালে এ নিয়ে একটি এক্সবার্তায় স্কুল শিক্ষা দফতরের ছবি নিয়ে বিতর্ক তুললেন শুভেন্দুবাবু।

উল্লেখ্য, স্কুল পড়ুয়াদের বিনামূল্যে খাতা দিচ্ছে স্কুল শিক্ষা দফতর। কিন্তু সেই খাতার মলাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কেন? এই প্রশ্ন তুললেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতার দাবি, এতে নির্বাচনী বিধিভঙ্গ হতে পারে।

বুধবার এক্স হ্যান্ডলে এই বিষয়ে একটি পোস্ট করেন শুভেন্দু অধিকারী। সেখানে রাজ্যের শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে লেখেন, পশ্চিমবঙ্গে শিক্ষাব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে, শিক্ষা দফতরের মাথারা জেলে। নগদ টাকার বিনিময়ে অযোগ্য ব্যক্তিদের সরকারি স্কুলে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। স্কুল শিক্ষার পরিকাঠামো ভেঙে পড়ছে। শিক্ষার মান প্রতিদিনই নিম্নমুখী হচ্ছে। কিন্তু হঠাৎ করেই স্কুল শিক্ষা দফতরের ঘুম ভাঙল। ছাত্রছাত্রীদের বিনামূল্যে নোটবুক বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এরপর শুভেন্দুবাবু লিখেছেন, আমি এই পদক্ষেপের প্রশংসা করি। আমি স্কুল শিক্ষা দফতরকে স্কুলে-স্কুলে ব্যাগ, পেন্সিল, জ্যামিতি বক্স ও রঙ পেন্সিলও দেওয়ার অনুরোধ জানাই।

তবে এনিয়ে নির্বাচনী বিধিভঙ্গ নিয়ে প্রশ্ন তুলে বিরোধী দলনেতা বলেন, যেহেতু নির্বাচনী আচরণবিধি লাগু রয়েছে এবং মুখ্যমন্ত্রী একজন জনপ্রতিনিধি, সেহেতু, মলাটে তাঁর ছবি সহ নোটবুক বিতরণ করলে তা নির্বাচন কমিশন দেখতে পারে। ভোটার অভিভাবকদের প্রভাবিত করার জন্যই খাতা দেওয়া হচ্ছে।

শিক্ষা দফতরের উদ্দেশে নয়া পরামর্শও দেন শুভেন্দুবাবু। তিনি বলেন, খাতা দেওয়া চালিয়ে যেতে চাইলে, স্কুল শিক্ষা দফতর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে স্বামী বিবেকানন্দ এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি-সহ নোটবুক ছাপাতে দিতে পারে। পোস্টে নির্বাচন কমিশন, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও রাজ্যের মুখ্যসচিবকে যুক্ত করেছেন শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, এর আগে রেশনে সরবরাহকৃত খাদ্যশস্যের বস্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি থাকা নিয়ে অভিযোগ তুলেছিল বিরোধীরা। এরপর সেই একই অভিযোগ দুষ্ট হল রাজ্যের তৃণমূল সরকার।

You might also like!