kolkata

2 weeks ago

Heatwave in Kolkata: বিরামহীন গরমে নাস্তানাবুদ তিলোত্তমা, স্বস্তি আপাতত অধরাই

Heatwave in Kolkata (Symbolic Picture)
Heatwave in Kolkata (Symbolic Picture)

 

কলকাতা, ৩০ এপ্রিল: স্বস্তি আপাতত অধরাই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কোথাওই দিনের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। এ রকমই গরম থাকবে। দিনের বেলা সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা ২০-৪০ শতাংশের আশপাশে থাকতে পারে। ৭০ থেকে ৯০ শতাংশের আশপাশে থাকতে পারে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা। ফলে ভ্যাপসা গরমে অস্বস্তি আরও বৃদ্ধি পেতে পারে। বিরামহীন এই গরমে নাস্তানাবুদ মহানগরী তিলোত্তমা।

বুধবার পর্যন্ত পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মু্র্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, দুই বর্ধমানে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। সেখানে জারি করা হয়েছে লাল সতর্কতা। দক্ষিণ ২৪ পরগনাতেও রয়েছে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা। সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও চলতে পারে তাপপ্রবাহ। বৃহস্পতিবার তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমানে। সেখানে জারি করা হয়েছে লাল সতর্কতা। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে তাপপ্রবাহের পূ্র্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সেখানে জারি কমলা সতর্কতা। শুক্রবারও দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, দুই বর্ধমানে তাপপ্রবাহের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিও নিস্তার পাবে না তাপপ্রবাহ থেকে।

You might also like!