Country

2 weeks ago

Yogi Adityanath:কংগ্রেসকে তোপ যোগী আদিত্যনাথের, বিঁধলেন সপা ও ইন্ডি জোটকেও

Yogi Adityanath
Yogi Adityanath

 

লখনউ, ৩০ এপ্রিল: কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বিঁধলেন সমাজবাদী পার্টি এবং ইন্ডি জোটকেও। মঙ্গলবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যোগী আদিত্যনাথ বলেছেন, "কংগ্রেস নেতৃত্ব সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এবং আপনারা নিশ্চয়ই দেখছেন, তাঁদের লোকজন ক্রমাগত ময়দান ছেড়ে যাচ্ছে। কোথাও কোথাও তাঁদের প্রদেশ সভাপতি পদত্যাগ করছেন এবং কিছু জায়গায় তাঁদের ঘোষিত প্রার্থীরা নিজেরাই নিজেদের প্রার্থীপদ প্রত্যাহার করে বিজেপিতে যোগ দিচ্ছেন এবং কিছু জায়গায় ইচ্ছাকৃতভাবে অসম্পূর্ণভাবে মনোনয়নপত্র পূরণ করছেন। এ দেশের জনগণ কংগ্রেস, সমাজবাদী পার্টি এবং ইন্ডি জোটের নেতাদের বাস্তবতা জানে এবং এ দেশের মানুষ কখনই তাঁদের পরিকল্পনা পূরণ হতে দেবে না।"

বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, "বিজেপি দলিত, অনগ্রসর শ্রেণী এবং আদিবাসীদের সংরক্ষণ ছিনিয়ে নিতে চায়।" এ প্রসঙ্গে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, "এর চেয়ে বড় মিথ্যা আর হতে পারে না। সবাই কংগ্রেস এবং ইন্ডি জোটের ইতিহাস সম্পর্কে খুব ভালভাবে অবগত। কংগ্রেসের ইতিহাস বাবাসাহেব আম্বেদকরের তৈরি সংবিধানকে গলা টিপে মারার। দেশের সংবিধান ১৯৫০ সালে কার্যকর হয়েছিল এবং কংগ্রেস ক্রমাগত মত প্রকাশের স্বাধীনতাকে পদদলিত করেছে, তাঁরা নিজস্ব উপায়ে সংবিধান পরিবর্তনের জন্য ক্রমাগত প্রচেষ্টা চালিয়েছে। দেশের মানুষ জরুরি অবস্থা ভোলেনি।"


You might also like!