Breaking News
 
India’s Modi, Bangladesh’s Yunus:‘ভারতবিরোধী প্রচারই কাঁটা!’ দিল্লির সঙ্গে সম্পর্ক মেরামতে বড় বাধা কবুল করল ইউনূস প্রশাসন Coca-Cola:কোকা-কোলার বড় ঘোষণা! ২০২৫-এর শুরুতেই ব্যাপক কর্মী ছাঁটাই, কত শতাংশের ওপর পড়বে কোপ? Air India: এয়ার ইন্ডিয়ায় তুলকালাম! যাত্রীর নাকে ঘুষি মারার অভিযোগ পাইলটের বিরুদ্ধে, বড় পদক্ষেপ নিল বিমান সংস্থা Suvendu and Abhijit: শুভেন্দু-অভিজিৎ দ্বৈরথে ইতি? প্রশংসা শুনেই শুরু জল্পনা—বিজেপির অন্দরে কি বরফ গলছে? Mithun Chakraborty:এবার ময়দানে মহাগুরু! হিন্দু হত্যা নিয়ে কড়া বার্তা মিঠুনের—‘বেশি বাড়াবাড়ি করলে গুঁতো খাওয়া কেউ আটকাতে পারবে না’ SIR in West Bengal:ভোটার তালিকায় কোপ পড়লে এবার সরাসরি পাল্টা লড়াই! কমিশনের পদক্ষেপে ক্ষুব্ধ তৃণমূল, পথে নামার হুঁশিয়ারি

 

Life Style News

1 year ago

Lucknow: ইন্সটাগ্রাম ‘দাদা’দের ২ লক্ষ টাকা ‘প্রতারণা’, অভিযোগ দায়ের ‘বোনের’

Instagram (Symbolic Picture)
Instagram (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ তিন যুবকের সঙ্গে ইনস্টাগ্রামে পরিচয় তরুণীর। কথাবার্তা চলার পর ওই তিন যুবক বোন বানিয়ে নেন তরুণীকে। আপত্তি জানাননি তিনি। সব কিছু ঠিকঠাকই ছিল। সময়ের সঙ্গে সঙ্গে আরও গাঢ় হতে থাকে সেই পাতানো ভাই-বোনের সম্পর্ক। এর মধ্যেই বিয়ের উপহার দিতে চান ‘দাদা’রা। বাড়ির ঠিকানা, ফটো, আধার কার্ড, আরও কাগজপত্র দিয়ে দেন তরুণী। সেই ফাঁদে পা দিয়ে ২ লক্ষ টাকা খোয়ালেন ‘বোন’।

লখনউয়ের (Lucknow) ইন্দিরা নগরের বাসিন্দা রেশমি (নাম পরিবর্তিত)। তিনি স্থানীয় সাইবার ক্রাইম থানায় (Cyber Crime police Station) অভিযোগ জানিয়েছেন সোশাল মিডিয়ায় পরিচিত তিন ‘দাদা’ রবি কুমার, রানা প্রতাপ সিং, মনোজের কথা মতো টাকা দিয়ে ২ লক্ষ টাকার প্রতারণার শিকার হয়েছেন। তিনি বলেন, “আমাদের পরিচয়ের পর ওই তিন যুবকের মধ্যে রবি কুমার মোবাইলে ফোনে যোগাযোগ করে বলেন তাঁরা আমার বিয়ের জন্য দামি উপহার দিতে চান। উপহার বাড়িতে আসার জন্য আমার থেকে আধার কার্ড, ছবি,আরও কাগজ ওরা নেয়।”

এর পরেই খেলা শুরু। রেশমির কথায়, “কাগজপত্র দেওয়ার পর তাঁদের মধ্যে থেকে মনোজ আমার সঙ্গে যোগাযোগ করে জানায় যে, আমাকে পাঠানো উপহার বিমানবন্দরে আটকানো হয়েছে। তা ছাড়াতে টাকা লাগবে। আমি প্রথমে টাকা দিতে অস্বীকার করি। কিন্তু মনোজ আমাকে হুমকি দেয় টাকা না দিলে সিবিআই, ক্রাইম বাঞ্চ, ইনকাম ট্যাক্সকে বিষয়টি জানাবে। অফিসাররা আমাকে গ্রেপ্তার করবে।”

এর পরে তরুণী ১ লক্ষ ৯৪ হাজার টাকা কিউআর কোডের মাধ্যমে পাঠায়। ব্যস! টাকা পাওয়া সাড়া, যোগাযোগও বন্ধ। উপায় না দেখে পুলিশের (Police) দ্বারস্থ হন তিনি। লখনউয়ের নর্থ জোনের ডেপুটি কমিশনার অভিজিৎ শঙ্কর বলেন, “তরুণীর পক্ষ থেকে আমরা অভিযোগ পেয়েছি। এফআইআর করা হয়েছে। তদন্ত চলছে।”

You might also like!