kolkata

3 weeks ago

Lok Sabha Election 2024:ভোটের মুখে রেখা পাত্র-সহ ৬ বিজেপি প্রার্থী পাচ্ছেন কেন্দ্রীয় নিরাপত্তা

BJP candidate for Sirhat is Rekha Patra
BJP candidate for Sirhat is Rekha Patra

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভোটের মুখে কেন্দ্রীয় নিরাপত্তা পেতে চলেছেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। খুব তাড়াতাড়ি সিআইএসএফ জওয়ান পরিবৃত হয়ে থাকতে দেখা যাবে রেখাকে বলেই খবর। তমলুকের প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বসিরহাটের রেখা পাত্র-সহ মোট ৬ জনকে ভোটপর্ব মিটে যাওয়া পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা নিরাপত্তা দেবেন। বিজেপি সূত্রে খবর, অভিজিৎ গঙ্গোপাধ্যায়, রেখা পাত্র ছাড়াও কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন রায়গঞ্জের কার্তিক পাল, বহরমপুরের নির্মল সাহা, ঝাড়গ্রামের প্রণত টুডু, মথুরাপুরের অশোক পুরকাইত ও জয়নগরের অশোক কাণ্ডারী।

নির্বাচনের সময় বিভিন্ন স্পর্শকাতর কেন্দ্রের দলীয় প্রার্থীদের নিরাপত্তা বৃদ্ধির ভাবনা ছিলই বিজেপির (BJP)। সেই মতো স্বরাষ্ট্র মন্ত্রকে আবেদন জানানো হয়। দুদফা ভোটের পর অবশেষে মন্ত্রকের অনুমোদনক্রমে তা করা হল। সূত্রের খবর, বসিরহাটের বিজেপি প্রার্থী তথা সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা পাত্রকে দেওয়া হচ্ছে এক্স (X)ক্যাটাগরি সুরক্ষা। এবার থেকে তাঁর নিরাপত্তায় মোতায়েন থাকবে সিআইএসএফ জওয়ানরা। রেখা পাত্রর সুরক্ষা (Security) নিয়ে বাড়তি মাথাব্যথা ছিল বিজেপির। সন্দেশখালিতে ধর্ষণ, নারী নির্যাতনের যেসব অভিযোগ উঠেছিল, তাতে সাক্ষী হিসেবে রেখা পাত্র আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দিয়েছিলেন। লোকসভা ভোটে (Lok Sabha Election 2024) বসিরহাট কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার পর তিনি নিজেই নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিলেন। এবার তাঁকে অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হল। রেখার সুরক্ষায় থাকবেন কেন্দ্রীয় আধা সেনা।

বিজেপি সূত্রে আরও খবর, তমলুকের অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) এবার থেকে ওয়াই (Y) ক্যাটাগরি নিরাপত্তা পাবেন। এছাড়া বহরমপুরের নির্মল সাহা, ঝাড়গ্রামের প্রণত টুডু, মথুরাপুরের অশোক পুরকাইত ও জয়নগরের অশোক কাণ্ডারী – এঁদের সকলের নিরাপত্তা বাড়িয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। এছাড়া বঙ্গ বিজেপির নেতা অভিজিৎ বর্মন, তাপস দাসকেও নিরাপত্তা দেবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।


You might also like!