kolkata

1 month ago

Suvendu Adhikari:গার্ডেনরিচে বেআইনি বহুতল হচ্ছে আর মেয়র জানতেন না?শাসকদলের বিরুদ্ধে গর্জে উঠলেন শুভেন্দু

Suvendu Adhikari
Suvendu Adhikari

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ খোদ গার্ডেন রিচ এলাকায় এ ধরনের ৮০০-এর বেশি অবৈধ নির্মাণ রয়েছে। বহুতল দুর্ঘটার পরই রাজ্যসরকারকে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি।গার্ডেনরিচে বহুতল ভেঙে পড়ার ঘটনায় ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ স্থানীয় কাউন্সিলর শাম ইকবালকে গ্রেফতারের দাবি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সোমবার সকালে এ ব্যাপারে দীর্ঘ টুইট করেছেন শুভেন্দু। তাঁর কথায়, গার্ডেনরিচ হল মেয়র ফিরহাদ হাকিমের দুর্গ। সেখানে এই ধরণের অন্তত ৮০০ বহুতল তৈরি হয়েছে। মেয়রের নিজের এলাকায় এরকম বেআইনি ভাবে বহুতলের নির্মাণ হচ্ছে, আর তিনি জানতেন না? এও হতে পারে?

গার্ডেনরিচে নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ঘটনাস্থলে গিয়েছেন। আহতদের দেখতে হাসপাতালেও গিয়েছেন মুখ্যমন্ত্রী। ঘটনাস্থলে পৌঁছেছেন মেয়র ফিরহাদ হাকিমও।

ঘটনাস্থলে দাঁড়িয়ে এদিন ফিরহাদ হাকিম সাংবাদিকদের বলেন, “নির্মীয়মান ওই বহুতলের প্ল্যান থাকতে পারে না। এত সরু গলির মধ্যে এত বড় বাড়ি হতে পারে না। যাঁরা এটা করেছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে”। মেয়রের কথায়, “আহতরা সকলে পাশে টালির বাড়িতে থাকতেন। এক জনের পাপের জন্য অন্য জন শাস্তি পাচ্ছে”। 

মেয়রের কথার সূত্র ধরে শুভেন্দু বলেন, যাঁদের জন্য এতগুলো মানুষের প্রাণ বিপন্ন হল, তাঁরাই দেখছি এখন ঘটনাস্থলে গিয়ে ত্রাতা সেজে ঘুরছে। শুভেন্দু যে টুইট করেছেন, তাতে ফিরহাদ হাকিমের সঙ্গে ১৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাম ইকবালের ছবিও রয়েছে। শুভেন্দুর দাবি, গোটা ঘটনার নেপথ্যে স্থানীয় কাউন্সিলর, প্রোমোটার, এলাকার পুলিশের যোগসাজস রয়েছে। নইলে এ ধরণের বেআইনি নির্মাণ হতে পারে না। শাম ইকবাল ও প্রোমোটারকে এক্ষুণি গ্রেফতার করা উচিত।

কয়েক বছর আগে শাম ইকবালকে নিয়ে একবার বিতর্ক তৈরি হয়েছিল। তিনি বহুকোটি মূল্যের অ্যাস্টন মার্টিন গাড়ি চড়ে কলকাতা পুরসভায় পৌঁছেছিলেন। এদিন শুভেন্দু টুইটে লিখেছেন, সম্প্রতি ইকবাল একটি বেন্টলে গাড়িও কিনেছেন। একজন কাউন্সিলর ৫ কোটি টাকা দিয়ে গাড়ি কিনেছেন। কোথা থেকে এল এই টাকা?

২০২১ সালে কলকাতা পুরসভার ভোটে বিপুল ব্যবধানে ১৩৪ নম্বর ওয়ার্ড থেকে জিতেছিলেন শাম ইকবাল। শুভেন্দুর কথায়, ৯৮.২৮ শতাংশ ভোট পেয়েছিলেন ওই কাউন্সিলর। কলকাতা পুরভোটে যাঁরা জিতেছিলেন তাঁদের মধ্যে সবচেয়ে বেশি ব্যবধানে জিতেছিলেন তিনি। ওই শাম ইকবালই বেআইনি নির্মাণের অবিসংবাদিত রাজা। যে মানুষগুলো ধ্বংসস্তুপের নীচে মরণবাঁচন লড়াই করছেন, তাঁদের জীবনের মূল্যেই এহেন জীবনযাত্রা শাম ইকবালের।


You might also like!