Game

1 week ago

জাপানের প্রাক্তন বিশ্ব নং ১ কেন্টো মোমোটা আন্তর্জাতিক ব্যাডমিন্টন থেকে অবসর নিলেন

Kento Momota
Kento Momota

 

টোকিও, ১৮ এপ্রিল : জাপানের প্রাক্তন বিশ্ব নং ১ কেন্টো মোমোটা ২৯ বছর বয়সে বৃহস্পতিবার আন্তর্জাতিক ব্যাডমিন্টন থেকে অবসর নিলেন। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন কেন্টো মোমোতা। একটি শীর্ষ-স্তরের কেরিয়ারের সমাপ্তি ঘটল। প্যারিস অলিম্পিকে থেকে বাদ পড়া মোমোতা এই মাসের শেষের দিকে চীনে থমাস কাপে শেষবারের মতো জাপানের হয়ে খেলবেন ।এখন থেকে তিনি জাপানে ঘরোয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। দেশের হয়ে আর বিশ্ব সফর করবেন না।

উল্লেখ্য,মোমোতা একসময় ব্যাডমিন্টনের অবিসংবাদিত রাজা ছিলেন। ২০১৯ সালে ১১টি শিরোপা জিতেছিলেন। সেই বছর ৭৩টি ম্যাচ খেলে মাত্র ৬ টিতে হেরেছিলেন। কিন্তু ২০২০ সালের জানুয়ারি তাঁর জীবনটা অন্ধকারে ঢেকে গিয়েছিল। সেবার কুয়ালালামপুর বিমানবন্দরে নিয়ে যাওয়া তার গাড়িটি মালয়েশিয়া মাস্টার্স জেতার কয়েক ঘণ্টা পর বিধ্বস্ত হয়। চালক নিহত হয় এবং মোমোতার চোখে লেগেছিল বিরাট আঘাত। অস্ত্রোপচারের প্রয়োজন হয়। তিনি দ্বৈত দৃষ্টিভঙ্গিতে ভুগছিলেন। এক বছর খেলার বাইরে থাকার পরে প্রতিযোগিতায় ফিরে আসার সময় তাঁর আগের ফর্ম ফিরে পেতে তাঁকে সংগ্রাম করতে হয়েছিল।


You might also like!