Odisha

7 months ago

SMART system: ডুবোজাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ডিআরডিও-র

SMART system
SMART system

 

বালেশ্বর, ১ মে : ওডিশার বালেশ্বর উপকূলে সুপারসনিক মিসাইল অ্যাসিস্টেড রিলিজ টর্পেডো অ্যান্টি-সাবমেরিন মিসাইল সিস্টেমের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ভারতীয় নৌবাহিনীর জন্য এই ক্ষেপণাস্ত্র তৈরি করেছে।

জানা গেছে, ওডিশা উপকূলের ডঃ এপিজে আবদুল কালাম দ্বীপ থেকে বুধবার সকাল সাড়ে আটটা নাগাদ সুপারসনিক মিসাইল-অ্যাসিস্টেড রিলিজ অফ টর্পেডো (স্মার্ট) সিস্টেমের সফল পরীক্ষা করা হয়।

উল্লেখ্য, স্মার্ট ক্ষেপণাস্ত্র-ভিত্তিক লাইটওয়েট টর্পেডো ডেলিভারি সিস্টেম, যা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন দ্বারা তৈরি করা হয়েছে। হালকা ওজনের টর্পেডোটি যাতে সাবমেরিনের বিরুদ্ধে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধের ক্ষমতা বাড়াতে পারে তার জন্য তৈরি করা হয়েছে বলে জানা গেছে।


You might also like!