Country

2 weeks ago

Odisha Bus Accident: রাজ্যে ফিরল ওডিশায় বাস দুর্ঘটনায় মৃতদের দেহ!

Odisha Bus Accident (File Picture)
Odisha Bus Accident (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পূর্ব মেদিনীপুর জেলার ৪ জনের মৃত্যু হয়েছে ওড়িশার জাজপুরে ভয়াবহ বাস দুর্ঘটনায়। দুর্ঘটনায় আহতের সংখ্যা ১২ জন। জরুরি তৎপরতার সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে সেই মৃতদেহগুলি ফিরিয়ে আনা হয়। এগরার মহকুমা শাসকের নির্দেশানুসারে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয় ৪ টি মৃতদেহ। সেই মৃতদেহগুলি মহকুমা শাসক মঞ্জিত কুমার যাদব, এগরার থানার আইসি অরুণকুমার খাঁ ও স্থানীয় বিধায়ক তরুণ কুমার মাইতির উপস্থিতিতে শনাক্তকরণের মাধ্যমে তুলে দেওয়া হয় পরিবারের হাতে। এগরার বিধায়ক দেহগুলিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন।

প্রশাসনিক কর্তাদের মধ্যে তৎপরতা বেড়ে যায় দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকেই। ওডিশার প্রশাসনের সঙ্গে যথার্থ যোগাযোগ সূত্র মারফত মৃতদেহগুলি দ্রুততার সঙ্গে রাজ্যে ফিরিয়ে আনার বন্দোবস্ত করা হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী একইসঙ্গে মৃতদের পরিবার ও আহতদের ক্ষতিপূরণ দেবেন বলেও জানান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো জেলা প্রশাসনের কর্তাব্যক্তিদের পাশাপাশি শাসকদলের জনপ্রতিনিধিরাও স্বজনহারা পরিবারগুলির পাশে দাঁড়িয়েছেন।

প্রসঙ্গত পুরীতে কমবেশি ৫০ জন যাত্রীকে নিয়ে রওনা দিয়েছিল একটি বাস। ওই বাসটি ওডিশার জাজপুরে ১৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে। সেটি যাত্রী নিয়ে বারাবতী ব্রিজের উপর থেকে সরাসরি নিচে পড়ে যায়। জাজপুর পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি সেখানে উপস্থিত হন। উদ্ধারকারী দলের সদস্যরা পুলিশের পাশাপাশি সেখানে গিয়ে উপস্থিত হন। সঙ্গে পৌঁছয় দমকল বাহিনীও। গ্যাস কাটার দিয়ে বাসটির বাইরের দেওয়াল কেটে ভিতরে আটকে থাকা যাত্রীদের বের করা হয়। আহতদের উদ্ধার করে প্রথমে নিকটবর্তী ধর্মশালার কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু পরে অবস্থার অবনতি হওয়ায় ৩৫ জনকে কটকের এসসিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

সূত্রের খবর, আহতদের অনেকেই জানিয়েছেন, অত্যন্ত দ্রুতগতিতে চালান হচ্ছিল বাসটি। সেই সময়ই জাতীয় সড়কের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। আর তার জেরেই ঘটে যায় ভয়াবহ ওই দুর্ঘটনা। আহতদের চোখে-মুখে এখনও আতঙ্কের ছাপ স্পষ্ট। সূত্র মারফৎ আরও জানা দিয়েছে, বাসের যাঁরা যাত্রী ছিলেন, তাঁদের মধ্যে অনেকেই পুরীতে বেড়াতে গিয়েছিলেন। আবার অনেকে চিকিৎসার জন্যও গিয়েছিলেন প্রতিবেশী রাজ্য ওডিশায়। কিন্তু ফেরার পথে যে এমন ভয়ংকর অভিজ্ঞতার সাক্ষী হতে হবে তা কখনও কল্পনাও করতে পারেননি তাঁরা।

You might also like!